ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসজিদে মসজিদে দোয়া চাইলেন প্রার্থীরা

প্রকাশিত: ০৬:১৩, ১৪ এপ্রিল ২০১৮

মসজিদে মসজিদে দোয়া চাইলেন প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৩ এপ্রিল ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন জুমার নামাজের মধ্য দিয়ে সব প্রার্থী প্রচারে নেমেছেন। গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা শুক্রবার জুমার নামাজ আদায় করেন তাদের স্থানীয় মসজিদগুলোতে। অপরদিকে মেয়র প্রার্থীরাও জুমার নামাজ আদায় করেন মসজিদে মুসল্লিদের সঙ্গে। এক ভিন্নধর্মী প্রচারে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটারদের মাঝে অন্যরকম এক দৃশ্য লক্ষ করা গেছে। মসজিদগুলোর মুসল্লিরা বলছেন অনেক প্রার্থী কোনদিন নামাজ না পড়লেও নির্বাচনী প্রচারে প্রাথমিকভাবে মসজিদগুলোকে বেছে নিয়েছেন। মহিলা কাউন্সিলর প্রার্থীরা জুমার নামাজে না আসতে পারলেও তাদের স্বামী ও আত্মীয়স্বজনদের দিয়ে মসজিদে মসজিদে দোয়া চেয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনে এবারের নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম নৌকা মার্কার প্রার্থী এবং বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষের প্রার্থী। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৯ কাউন্সিলর পদে ৮৭ জন মহিলা প্রার্থী তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ২৯৪ প্রার্থী। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রতিটি ওয়ার্ডে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্র্বাচন হবে বলে স্থানীয় পর্যবেক্ষকগণ মনে করছেন।
×