ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: ০৬:১২, ১৪ এপ্রিল ২০১৮

খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাল  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ এপ্রিল ॥ নওগাঁর রানীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাচারের সময় আটক করে স্থানীয় জনতা। পরে নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ১৮ বস্তা চাল জব্দ করা হয়। স্থানীয়দের দাবি, এর আগেও বিভিন্ন কায়দায় চাল পাচার হতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভটভটি যোগে চাল পাচার হওয়ার সময় স্থানীয় জনতা ১৮ বস্তা চাল আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে ডিলারের প্রতিবেশী দুই জন খোকন ও নিলু পালিয়ে যায়। জানা গেছে, উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত ডিলার মন্টু সিপাই সুবিধা ভোগী কার্ডধারীদের মাঝে চাল বিতরণের লক্ষ্যে গত সোমবার রানীনগর খাদ্যগুদাম থেকে প্রতিবস্তা ৩০ কেজি হিসেবে ৫শ’ ১১ বস্তা চাল উত্তোলন করে। এই চালগুলো মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিনদিন ধরে বিতরণ করা হলেও ১৮ বস্তা চাল তার পাশের দুইটি দোকান ঘরে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভটভটি যোগে অন্যত্র পাচারের সময় স্থানীয় জনতা চালগুলো আটক করে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবকে মোবাইল ফোনে জানান। পরে পুলিশকে নির্দেশ দিলে পুলিশ ওই ১৮ বস্তা চাল ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। এ বিষয়ে ডিলার মন্টু সিপাই জানান, আমি যথারীতি নিয়ম মাফিক কার্ডধারী সুবিধা ভোগীদের চাল দিয়েছি। আমি কোন অনিয়ম করিনি। এই চাল যদি কেউ অন্য কোথায় বিক্রি করে থাকে, সেই দায়িত্ব আমার নয়।
×