ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে স্কুল মাঠ দখল করে প্রাচীর

প্রকাশিত: ০৬:১১, ১৪ এপ্রিল ২০১৮

টঙ্গীবাড়িতে স্কুল  মাঠ দখল করে  প্রাচীর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার বেসনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে টিন ও কাঠ দিয়ে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কামাড়খাড়া গ্রামের সেরাজল ঢালীর ছেলে কবির ঢালী ওই মাঠ দখলের পাঁয়তারা করে আসছিল। এর আগেও সে ওই স্থানে টিন ও কাঠ দিয়ে একটি ঘর নির্মাণ করে। পরে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সে নির্মিত ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে বন্ধের দিনে সে ওই স্কুলের মাঠটির প্রায় ৫ শতাংশ জমিতে বাউন্ডারি নির্মাণ করেছে। সরেজমিনে দেখা যায় ওই স্কুলের মাঠের দক্ষিণ অংশে সিমেন্টের তৈরি পাকা খাম পুঁতে টিন ও কাঠ দিয়ে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে স্কুল বন্ধ থাকা অবস্থায় কবির ঢালী, মান্নান দেয়ান, হাকিম দেওয়ানসহ ওই এলাকার কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোক স্কুল মাঠে বাউন্ডারি নির্মাণ করে। এ ব্যাপারে জমি দখলকারী কবির হোসেন জানান, এই জমি আমি মুক্তিযোদ্ধা মান্নান বেপারির কাছ হতে ক্রয় করেছি। আমি আমার জমিতে বাউন্ডারি নির্মাণ করছি। ওই স্কুল কমিটির সভাপতি স্থানীয় কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, আমি কবিরকে মাঠের মধ্যে বাউন্ডারি নির্মাণ করতে নিষেধ করছি।
×