ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরগুনায় ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:১০, ১৪ এপ্রিল ২০১৮

বরগুনায় ছাত্রলীগের কমিটি বাতিল  দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৩ এপ্রিল ॥ সদ্য ঘোষিত বরগুনার দুটি উপজেলা ও ১০টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী। এ সময় তারা ৭টি গাড়িতে ভাংচুর ও টায়ার জালিয়ে অগ্নি সংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্য করলে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১৭ ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতরা হলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মুরাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রুবেল, জেলা ছাত্রলীগ নেতা অনিক, তালতলী ছাত্রলীগ নেতা সাদ্দাম বেপারি, তপু, প্রান্ত। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ১টা থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেয় ছাত্রলীগের ৫ শতাধিক নেতাকর্মী। এরপর দুপুর ২টার দিকে আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগ কর্মীরা। অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এ সময় তারা অভিযোগ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন রাতের আঁধারে আমতলী উপজেলা শাখা, তালতলী উপজেলা শাখা ও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করে। কমিটি গঠন প্রক্রিয়ায় গঠনতান্ত্রিক কোন প্রক্রিয়া অনুসরণ না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রকৃত ছাত্রলীগ কর্মীদের কোণঠাসা করে জামায়াত-বিএনপি পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়। তাই আমরা এ সকল কমিটি প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক কর্তৃক জামায়াত-বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। এ সময় তারা বলেন, সদ্য ঘোষিত আমতলী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মাহাবুবুল ইসলাম পাঁচ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিল। একজন মাদক বিক্রেতা কি করে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হয় সেটা আমাদের বোধগম্য নয়। সেই সঙ্গে তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনের বাবা বেলায়েত হোসেন পনু জোমাদ্দার তালতলী থানা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। সভাপতির আপন মামাত ভাই সবুজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। আপন ফুফাত ভাই তালতলী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক। অবরোধ চলাকালীন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ কর্মীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান। এ সময় ছাত্রলীগ কর্মীরা অবরোধ প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমতলী ও তালতলী উপজেলাসহ বরগুনা সদর উপজেলার ১০ ইউনিয়নের কমিটি প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে আন্দোলনকারী ছাত্রলীগের একাংশের নেতৃত্বদানকারী বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মুরাদ হোসাইন বলেন, জামায়াত-শিবির ও মাদক ব্যবসায়ীদের নিয়ে আমতলী-তালতলী উপজেলাসহ বরগুনা সদর উপজেলার যে কমিটি গঠন করা হয়েছে তা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করি। এ সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্য করলে আমাদের ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত হয়।
×