ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটে ভদ্রলোকের প্রতিমূর্ত কিউইরা’

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ এপ্রিল ২০১৮

ক্রিকেটে ভদ্রলোকের প্রতিমূর্ত কিউইরা’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সেখানে মাঝে মধ্যে এমন সব অনৈতিক ঘটনার জন্ম নেয় যা খেলাটির স্পিরিটের সঙ্গে যায় না। কখনও স্পট ফিক্সিং, ম্যাচ পাতানো, কখনও খেলোয়াড়দের নিষিদ্ধ ড্রাগ গ্রহণ। সম্প্রতি অস্ট্রেলিয়ানদের বল টেম্পারিং ইস্যু পুরো ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দেয়। কুলিন দেশটিও যখন ভদ্রলোকের খেলায় এমন কালিমা লেপে দেয়, অনেকেই তখন হতাশ না হয়ে পারেন না। তবে একটি বিষয় এতকিছুর মাঝে মাঠ ও মাঠের বাইরে একটি দেশ কিন্তু দারুণ পরিপাটি। প্রায় নিষ্কলুষ। সেটি সবুজ চারণভূমির দেশ নিউজিল্যান্ড। সাবেক ব্লাক-ক্যাপস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম যখন বলেন, ‘নিউজিল্যান্ড খেলোয়াড়রাই সবচেয়ে পরিচ্ছন্ন ক্রিকেট খেলেন। কিউরাই ক্রিকেটের সবচেয়ে সুন্দর মানুষ।’ সত্যি আর সেটিতে দ্বিমত পোষণ করার সুযোগ থাকে না। ‘ক্যারিয়ারের শুরুর দিকে আমি অন্যরকম ছিলাম। আমি ভাগ্যবান যে, দীর্ঘদিন দলের হয়ে খেলতে পেরেছি। ফলে আমি বুঝতে পারি যে, সবাই আমরা মাঠে একই উদ্দেশ্যে কাজ করি। উভয়দলই জেতার চেষ্টা করে। কিন্তু আপনাকে সত্যিকার অর্থে ভদ্র আচরণ করতে হবে। আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে চাই। যে দেশের মানুষ বিনয়ী ও কর্মঠ। এটাই আমরা নিউজিল্যান্ড দলে প্রতিষ্ঠা করতে চেয়েছি এবং এটা আমাদের খুবই আনন্দ দিয়েছে। আমি যদি বলি, কিউইরাই ক্রিকেটের সবচেয়ে সুন্দর মানুষ। পরিস্থিতির বিচারে সেটি নিশ্চয়ই বাড়াবাড়ি হবে না।’ অনুপম সুন্দর ক্রিকেট খেলার জন্য ৩৬ বছর বয়সী ম্যাককুলাম নিজেও বিখ্যাত। আবার ব্যাট হাতে নিজের দিনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠেন ঠিকই। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ খেলতে বর্তমানে ভারতে আছেন তিনি। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ বলে ৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ধুরন্ধর এই উইলোবাজ।
×