ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিতে রিয়াল-বেয়ার্নের লড়াই

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ এপ্রিল ২০১৮

সেমিতে রিয়াল-বেয়ার্নের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত বছর কোয়ার্টার ফাইনালে দল দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেবার রিয়ালের বিপক্ষে হেরে বিদায় নেয় বুন্দেসলিগার সেরা এই ক্লাব। তবে এবার তারা প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে গেছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের অপর সেমিতে প্রিমিয়ার লীগের দল লিভারপুল খেলবে ইতালির রোমার বিপক্ষে। সালাহ ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে তার সাবেক ক্লাব রোমার। উয়েফার সদর দফতর সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার এই ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৪ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে বেয়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে রোনাল্ডো-মার্সেলোদের খেলতে হবে জার্মানিতে বেয়ার্নের মাঠে। এ নিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন্স লীগের মুখোমুখি হবে দল দুটি। লিভারপুল প্রথম লেগের ম্যাচটি খেলবে ঘরের মাঠে ২৫ এপ্রিল। এরপর দ্বিতীয় লেগের খেলা শুরু হবে রিয়াল-বেয়ার্নের ম্যাচ দিয়ে। আগামী ১ মে রিয়ালের বিপক্ষে সান্তিয়াগো ব্যার্নাব্যু ফিরবেন জেমস রড্রিগেজ। এরপর লিভারপুল খেলবে রোমার মাঠে। সালাহ তার পুরনো ক্লাবের মাঠে দ্বিতীয় লেগে ২ মে রোমার মুখোমুখি হবে। রিয়াল মাদ্রিদ এবং বেয়ার্ন থাকায় লিভারপুল এবং রোমার জন্য একটু ভয় ছিল। দু’দলই চেয়েছে রিয়াল মাদ্রিদ এবং বেয়ার্নকে এড়াতে। তাই প্রিমিয়ার লীগ এবং সিরি আ’র দলের জন্য ড্রটি বেশ শুভ হয়েছে। লিভারপুল কোচ জার্গেন ক্লাপ তো রাখঢাক ছাড়াই বলেছিল রিয়ালকে এড়াতে চায় তারা। এখন সেমিতে রিয়াল এবং বেয়ার্নের একদল কাটা তো পড়বেই রোমা এবং লিভারপুলের যে কোন একদলের ফাইনাল খেলার স্বপ্নও পূরণ হবে। তবে রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস জুভেন্টাসের বিপক্ষে গত বুধবার রাতে খেলতে পারেননি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় লেগে ম্যাচটি মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে তাকে। অথচ তাকেই পেতে হতে পারে নিষেধাজ্ঞা। কারণ মাঠের বাইরে থেকেও রামোস উয়েফার নিয়ম ভেঙ্গেছেন। আর এ জন্য ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণকারী এই সংস্থা রামোসকে নিষিদ্ধ করতে পারে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাসের খেলা যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে। সার্জিও রামোস মাঠের বাইরে থেকে জুভেন্টাস খেলোয়াড়কে কার্ড দেখানোর ইঙ্গিত করছিলেন। জুভেন্টাসের বিপক্ষে প্রথম ম্যাচে একটি হলুদ কার্ড এবং চ্যাম্পিয়ন্স লীগে তিনবার সতর্কতা পাওয়ায় রামোস এই ম্যাচে মাঠের বাইরে ছিলেন। কিন্তু বাইরে স্পেন তারকা যেখানে অবস্থান করেছিলেন এবং যেভাবে ইঙ্গিত করলেন তা উয়েফার নিয়মের বাইরে। উয়েফার নিয়ম অনুযায়ী নিষিদ্ধ বা দলের বাইরের খেলোয়াড়রা মাঠের ওপর প্রভার পড়ে এমন জায়গায় অবস্থান করতে পারবে না। এছাড়া মাঠের খেলোয়াড় এবং রেফারির ওপর প্রভার ফেলে এমন কোন আচরণও করা মানা। রামোস দুই নিয়মই ভেঙ্গেছেন। আর তাই তাকে নিষেধাজ্ঞা পেতে হতে পারে। যদিও এখনও তা নিশ্চিত না। এর আগে ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে একবার এমন ঘটনা ঘটে। সেবার নিষেধাজ্ঞার জন্য মাঠের বাইরে ছিলেন জাভি আলোনসো। গ্যারেথ বেল গোল করলে তিনি গ্যালারি থেকে লাফ দিয়ে এসে রামোসের সঙ্গে উদ্যাপন করেন। সে সময় আলোনসো এক ম্যাচ নিষেধাজ্ঞা পান। তবে রিয়াল মনে করছে রামোস শাস্তি পাওয়ার মতো কিছু করেননি। জুভেন্টান ম্যাচের বিতর্কিত হওয়া রেফারি মাইকেল অলিভার বৃহস্পতিবার রামোসের আচরণের কারণে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগ পর্যলোচনা করে রামোস শাস্তি পাবেন কি পাবেন না তা জানানো হবে। শাস্তি পেলে তার ছয়দিনের মধ্যে রিয়াল আপীল করতে পারবে। যদিও রিয়াল মনে করছে শাস্তি হবে না রামোসের। এদিকে ইউরোপা লীগের সেমিফাইনালে লা লিগার ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোকে হারিয়ে গানাররা সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের হারাতে হবে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা ডিয়াগো সিমিওনের এ্যাটলেটিকো মাদ্রিদকে। আর্সেনাল মস্কোকে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এছাড়া সেমিফাইনালের অন্য দুই দল ফ্রান্সের লীগ ওয়ানের মার্সেই এবং অস্ট্রিয়ান বুন্দেসলিগার দল রেড বুল। আগামী ২৬ এপ্রিল ইউরোপা লীগের সেমিফাইনালে মুখোমুখি হবে লা লিগা এবং প্রিমিয়ার লীগের দুই দল। এরপর আবার ৩ মে ফিরতি লেগ খেলবে দল দুটি। এছাড়া মার্সেইয়ের বিপক্ষে রেড বুলরাও একইদিনে মুখোমুখি হবে। তাদের প্রথম লেগের ম্যাচ ২৬ এপ্রিল এবং দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ৩ মে।
×