ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে আর্সেনাল-এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫:৫১, ১৪ এপ্রিল ২০১৮

সেমিফাইনালে আর্সেনাল-এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর উয়েফা ইউরোপা লীগ। এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল ও স্প্যানিশ লা লিগার দল এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। তবে প্রথম লেগ ৪-১ গোলে জিতেছিল তারা। তাই দু’লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে সেমির টিকেট পেল আর্সেনাল। অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির কাছে ১-০ গোলে হারের স্বাদ পায় এ্যাটলেটিকো। তবে প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। তাই দু’লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে উঠলো এ্যাটলেটিকো। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই চাপে ছিল আর্সেনাল। তাই ম্যাচে প্রথম গোলের স্বাদ পায় মস্কোই। এমনকি ৫০ মিনিটের ব্যবধানে ম্যাচে দ্বিগুণ লিড নেয় স্বাগতিকরা। তারপরও দু’লেগ মিলিয়ে ঐ সময় ৪-৩ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। তারপরও এমন অবস্থায় চিন্তায় পড়ে গিয়েছিল তারা। মস্কো যদি আর একটি গোল করে বসে তবে সেমিতে যাওয়াটা কঠিনই হয়ে পড়বে আর্সেনালের জন্য। তবে ম্যাচের ৭৫ মিনিট থেকে নিজের ছন্দে ফিরে আসে আর্সেনাল। শেষদিকে দু’গোল করে ২-২ সমতায় ম্যাচটি শেষ করে এবং দু’লেগ মিলিয়ে বড় ব্যবধান রেখেই সেমিফাইনালে নাম লেখায় আর্সেনাল। দলের পক্ষে গোল দু’টি করেন ড্যানি ওয়েলব্যাক ও আরোন রামেসি। আর মস্কোর পক্ষে দু’টি গোল করেন ফেডর চালোভ ও কিরিল নবাবকিন। এদিকে প্রথম লেগে নিজেদের মাঠে খেললেও দ্বিতীয় লেগের ম্যাচ স্পোর্টিংয়ের মাঠে খেলতে হয় এ্যাটলেটিকোকে। ২৮ মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার ফ্রেডি মন্টেরোর গোলে ম্যাচে লিড নেয় স্পোর্টিং। এরপর গোলের ব্যবধান বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে গেছে তারা। কিন্তু এ্যাটলেটিকোর জালে কোন বল জড়াতে পারেনি তারা। ফলে ১-০ গোলে জয়ের পরও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্পোর্টিংকে। কারণ দু’লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে জায়গা করে নেয় এ্যাটলেটিকো। এদিকে বড় চমক দেখিয়েছে অস্ট্রিয়ার এফসি সালসবুর্গ। প্রথম লেগে ইতালির ক্লাব ল্যাযিও’র কাছে ৪-২ গোলে হেরেছিল সালসবুর্গ। তাই সেমিতে উঠা কঠিনই ছিল তাদের। কিন্তু কঠিন কাজে সাফল্যের দেখা পেয়েছে তারা। দ্বিতীয় লেগে ল্যাযিওকে ৪-১ গোলে হারায় সালসবুর্গ। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে এগিয়ে সেমিতে ওঠে তারা। আর্সেনাল-এ্যাটলেটিকো ও সালসবুর্গের সঙ্গে এবার সেমিফাইনাল নিশ্চিত করা অপর দলটি ফ্রান্সের ক্লাব মার্শেই। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে তারা ৫-২ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব আরপি লিপজিগকে। প্রথম লেগে লিপজিগের কাছে ১-০ গোলে হেরেছিল মার্শেই। তাই দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠলো মার্শেই। এবারের আসরের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-এ্যাটলেটিকো এবং মার্শেই-সালসবুর্গ।
×