ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার একক আধিপত্য

প্রকাশিত: ০৫:৫১, ১৪ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ার একক আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র দু’দিনের প্রতিযোগিতা। এরপরই শেষ কমনওয়েলথ গেমসের আসর। ৯ দিনের প্রতিযোগিতা শেষে এককভাবে সেরা অবস্থানে স্বাগতিক অস্ট্রেলিয়া। তারা ৬৫ স্বর্ণ, ৪৯ রৌপ্য ও ৫২ ব্রোঞ্জসহ সবমিলিয়ে ১৬৬ পদক জিতে সবার ধরাছোঁয়ার বাইরে। আর ইংল্যান্ড ৩০ স্বর্ণ, ৩৪ রৌপ্য ও ৩৪ ব্রোঞ্জসহ ৯৮ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ফলে নিশ্চিতভাবেই আবার অস্ট্রেলিয়াই সেরা হয়ে শেষ করতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। গোল্ড কোস্টে নবমদিনে অবশ্য আলোচনায় ছিলেন ব্রিটিশ এ্যাথলেটরা। বিশেষ করে পুরুষদের ১০ মিটার প্লাটফর্ম সিনক্রোনাইজড ডাইভিংয়ে ইংল্যান্ডের টম ড্যালি ও ড্যান গুডফেলো স্বদেশী ম্যাথু ডিক্সন ও নোয়াহ উইলিয়ামসকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। এছাড়া মেয়েদের হেপ্টাথলনেও চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের ক্যাটারিনা জনসন-টম্পসন। আর ওয়েলস গেমসের ইতিহাসে সর্বাধিক সবমিলিয়ে ২৯ পদক জয়ের রেকর্ড গড়েছে। দক্ষিণ আফ্রিকার লৈঙ্গিক বিতর্কের এ্যাথলেট কাস্টার সেমিনিয়া মেয়েদের ৮০০ মিটারেও গেমস রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণপদক। এবার গোল্ড কোস্টের এ প্রতিযোগিতায় অবশ্য আশানুরূপ ফল পায়নি অস্ট্রেলিয়ান সাঁতারুরা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকান সাঁতারুদের দাপটে কিছুটা কম এসেছে স্বর্ণপদক। এরপরও সাঁতারে সর্বাধিক ২৮টি স্বর্ণ জিতেছে অসি এ্যাথলেটরা। আবার সাইক্লিংয়েও ফেবারিট অস্ট্রেলিয়ানদের বেশ কিছু ইভেন্টে হতে হয়েছে হতাশ। এরপরও দ্বিতীয় সর্বাধিক ১২টি স্বর্ণপদক এসেছে তাদের সাইক্লিং থেকে। এ্যাথলেটিক্সে তৃতীয় সর্বাধিক ১০টি স্বর্ণ জিতেছে স্বাগতিকরা। এই তিনটি ইভেন্টে দাপটের কারণেই প্রতিপক্ষ দলগুলোর চেয়ে অনেক এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে। নবম দিনে ইংল্যান্ডের এ্যাথলেটদের যুদ্ধ ছিল নিজেদের সঙ্গেই। বিশেষ করে সিনক্রোনাইজড ডাইভিংয়ে। ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনালে পদকের লড়াইয়ে ড্যালি-ড্যান জুটি লড়েছেন স্বদেশী সতীর্থ ডিক্সন-উইলিয়ামসের সঙ্গে। শেষ পর্যন্ত ড্যালি-ড্যান জুটিই স্বর্ণ জয় করেন। ফলে স্বর্ণ ও রৌপ্য দুটি পদকই যায় ইংল্যান্ডের দখলে। বোলিংয়ে স্বর্ণ জিতে স্কটল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন এ্যালেক্স মার্শাল। ৫১ বছর বয়সী এ তারকা পঞ্চম কমনওয়েলথ গেমস স্বর্ণপদক জিতে দেশের পক্ষে এককভাবে সর্বাধিক স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন। পুরুষদের দলগত বোলসে স্কটিশরা ১৫-১৩ ব্যবধানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। ৪১ পদক (৯টি স্বর্ণ) নিয়ে স্কটিশদের অবস্থান ৭ নম্বরে। তবে চমক দেখিয়েছে এবার ওয়েলস। ১৯৯০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গেমসে তারা ২৫ পদক জিতেছিল। এবার ইতোমধ্যেই ২৯ পদক জেতা হয়েছে তাদের। ৭ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১২ ব্রোঞ্জ জিতে তাদের অবস্থান তালিকার ৯ নম্বরে। মহিলাদের হেপ্টাথলনেও সাফল্য এসেছে ইংল্যান্ডের পক্ষে। ২৫ বছর বয়সী ক্যাটারিনা ক্যারিয়ারে প্রথমবারের মতো কোন আউটডোর মেজর ইভেন্টে স্বর্ণ জিতেছেন। কানাডার নিনা শুলজ জিতেছেন রৌপ্য। আর আরেক ইংলিশ হেপ্টাথলেট ১৮ বছর বয়সী নিয়ামাহ এমারসন ব্রোঞ্জ জয় করেন একেবারে শেষ মুহূর্তে ৮০০ মিটার ক্লাইম্বিংয়ে প্রথম হয়ে। এর আগ পর্যন্ত চার নম্বরে ছিলেন তিনি। আর মহিলাদের ৮০০ মিটার দৌড়েও স্বর্ণ জিতে ডাবল গড়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সেমিনিয়া। তিনি সময় নেন ১ মিনিট ৫৬.৬৮ সেকেন্ড। এটি গেমসের নতুন রেকর্ড। এর আগে ১৫০০ মিটার দৌড়েও রেকর্ড গড়ে গত মঙ্গলবার স্বর্ণ জিতেছিলেন তিনি। ফলে ডাবল রেকর্ড ও ডাবল স্বর্ণের স্বাদ পেলেন তিনি।
×