ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্ডিওলার দুঃখ

প্রকাশিত: ০৫:৫১, ১৪ এপ্রিল ২০১৮

গার্ডিওলার দুঃখ

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় আলো ছড়িয়েছেন পেপ গার্ডিওলা। কাতালান ক্লাবটিকে একের পর এক সাফল্য উপহার দিয়েছেন তিনি। বার্সিলোনা ছেড়ে যোগ দেন জার্মান বুন্দেসলিগার দল বেয়ার্ন মিউনিখে। জার্মানিতেও দারুণ সফল এই স্প্যানিশ কোচ। বার্সিলোনার পর বেয়ার্ন মিউনিখ ঘুরে গত মৌসুমেই নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম মৌসুমটা মোটেও ভাল কাটেনি তার। তবে চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করেন তিনি। মৌসুমের শুরু থেকে অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়েরও খুব দ্বারপ্রান্তে তার দল। তবে লীগ শিরোপা জয়ের কাছাকাছি থাকা গার্ডিওলার ম্যানসিটি হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন্স লীগে। গত সপ্তাহে লিভারপুলের কাছে লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হারিয়ে দীর্ঘ দশ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারের টিকেট কাটল লিভারপুল। এর আগে ২০০৮ সালে শেষ চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল খেলার স্বাদ পেয়েছে অলরেডরা। সেবার চেলসিকে হারিয়ে সেমিফাইনাল খেলে লিভারপুল। অলরেডসদের সেমিফাইনাল খেলতে সেবার বেশ ঘাম ঝরাতে হয়েছিল। জিতেছিল দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে। ইউরোপ সেরার এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার সাবেক ক্লাব বার্সিলোনাও। তবে সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচ বার্সার হারকে কৌতুকের মতো মনে করছেন। প্রথম লেগে বার্সার মাঠে ৪-১ ব্যবধানে হারের পর রোমা তাদের মাঠে ৩-০ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ক্লপ এই ফলাফলে বিস্মিত হয়েছে বলে জানান। ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্ডিওয়ালার ম্যানসিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচ শেষ হওয়ার পরপরই বার্সার হারের খবর শুনেছেন বলে জানান জার্গেন ক্লপ। জার্মান কোচ ক্লপ বলেন, ‘বার্সার ফলাফল আমার কাছে কৌতুক মনে হয়েছে। আমি রোমার ওপর পূর্ণ সম্মান রেখেই বলছি। তারা দারুণ একটি দল। কিন্তু সালাহ লিভারপুলে চলে আসায় তাদের শক্তি আগের থেকে কমে গেছে। যদিও তারা এখনও অনেক ভাল দল।’
×