ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাকিটিচের সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৫০, ১৪ এপ্রিল ২০১৮

রাকিটিচের সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ সফলভাবেই সম্পন্ন হয়েছে বার্সিলোনার মিডফিল্ডার ইভান রাকিটিচের আঙ্গুলের অস্ত্রোপচার। ক্লাব সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমার মুখোমুখি হয় স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা। শেষ পর্যন্ত সেই ম্যাচে ইতালিয়ান সিরি’এ লীগের অন্যতম সেরা ক্লাব রোমার কাছে ৩-০ গোলে হার মানে আর্নেস্তো ভালভার্দের দল। আর সেই ম্যাচেই বাম হাতের প্রথম আঙ্গুলে আঘাত পান রাকিটিচ। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তার আঙ্গুলে চিড় ধরা পড়ে। বুধবার রাকিটিচের আঙ্গুলে অস্ত্রোপচার করা হয় বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। তবে ক্রোয়েশিয়ান জাতীয় দলের এই তারকা মিডফিল্ডার কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। চ্যাম্পিয়ন্স লীগের প্রথম লেগে ৪-১ গোলে জয়ী হয় বার্সিলোনা। কিন্তু দ্বিতীয় লেগে হেরে যাওয়ায় এ্যাওয়ে গোলের সৌজন্যে স্প্যানিশ জায়ান্টদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জায়গা করে নেয় রোমা। গত বছরটা খুব বাজে কেটেছিল কাতালানদের। তাদের হতাশায় ডুবিয়ে একের পর এক শিরোপা জয়ের উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলে মেসি-ইনিয়েস্তারা। ইতোমধ্যে কোপা ডেল’রের ফাইনালেও জায়গা করে নিয়েছে বার্সিলোনা। শুধু তাই নয়, স্প্যাশি লা লিগার শিরোপা জয়েরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্নেস্তো ভালভার্দের দল। চলতি মৌসুমে লীগে এখন পর্যন্ত অপরাজিত থাকা বার্সিলোনা শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে।
×