ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া আয়োজন

প্রকাশিত: ০৫:৫০, ১৪ এপ্রিল ২০১৮

ভৈরবে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া আয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮’র আওতায় ভৈরব উপজেলার হাজী আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত হলো এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। ভৈরব উপজেলার ১৪ স্কুলের ১৬০ বালক এবং বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। যেখানে বয়সভিত্তিক দুটি গ্রুপে বালক-বালিকারা ১৬ ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন এবং সভাপতির দায়িত্বে ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কাজী ফয়সাল। বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
×