ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব টুর্নামেন্ট সময়মতো শেষ করতে চায় বাফুফে

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ এপ্রিল ২০১৮

সব টুর্নামেন্ট সময়মতো শেষ করতে চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ষপুঞ্জি অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সব টুর্নামেন্ট সময়মতো শেষ করা হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া ফিফা এবং জাতীয় বাজেট থেকে পাওয়া অর্থে ফেডারেশনের আর্থিক সঙ্কট দূর হবে বলে জানান তিনি। আর চলতি মৌসুমের পেশাদার ফুটবল লীগ অক্টোবরের মাঝামঝিতে শুরু হবে বলেও জানান তিনি। কাগজে-কলমে সূচী ঠিক। অথচ মাঠে তার প্রয়োগ নেই। বিগত দিনগুলোতে দেশের ফুটবল ক্যালেন্ডারগুলো ঠিক এভাবেই পার করেছে বাফুফে। নির্ধারিত সূচীতে কখনও ক্লাব খেলতে রাজি হয়নি, আবার অনেক সময় ঠুনকো কারণেও লীগ বা টুর্নামেন্ট অহেতুক বন্ধ রেখেছে বাফুফে। তবে এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চায় বাফুফে। সেজন্যে নানা পদক্ষেপ নিচ্ছে তারা। দেশের ফুটবলের উন্নয়নে সবচেয়ে বড় অন্তরায় অর্থ সঙ্কট। তবে এবার বোধ হয় সেখান থেকে বের হয়ে আসছে তারা। আসছে ফিফা থেকে আনুদান। এছাড়াও দেশের জাতীয় বাজেট থেকে সম্ভাবনা আছে অর্থ প্রাপ্তির। এদিকে বাংলাদেশ ফুটবল মৌসুমে পরিবর্তন এসেছে। মৌসুম শুরুর জন্য শীতকালকে বেছে নিয়েছে বাফুফে। পেশাদার ফুটবলের এবারের দলবদল শুরু হবে আগস্ট-সেপ্টেম্বরে। আর অক্টোবরের মাঝামঝি সময় থেকে শুরু হবে চলতি মৌসুমের প্রিমিয়ার লীগ।
×