ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরব লীগ সম্মেলনে কাতার সঙ্কট নিয়ে আলোচনা হচ্ছে না

প্রকাশিত: ০৫:৩২, ১৪ এপ্রিল ২০১৮

আরব লীগ সম্মেলনে কাতার সঙ্কট নিয়ে আলোচনা হচ্ছে না

সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়া কাতারকে নিয়ে উপসাগরীয় এলাকায় সৃষ্ট সঙ্কটের সমাধান নিয়ে কোন আলোচনা আসন্ন আরব লীগ সম্মেলনে হবে না বলে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। খবর এএফপির। আসন্ন আরব লীগ সম্মেলন সামনে রেখে সাংবাদিকদের কাছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের বলেন, কাতার সঙ্কটের সমাধান ছয় জাতির গালফ কো-অপারেশন কাউন্সিলে (জিসিসি) থাকবে। রবিবার অনুষ্ঠিত হবে আরব লীগ সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে যদি কাতার সঙ্কট নিয়ে কোন এজেন্ডা নির্ধারণ করা হয় তাহলে কি করবে সৌদি আরব এমন প্রশ্নের উত্তরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনে কাতার সঙ্কট নিয়ে কোন আলোচনা হবে না। এ বছর আরব লীগ সম্মেলন সৌদি আরবে হবে। এতে ২২জাতির আরব দেশের সদস্যদের মধ্যে ২১টি অংশ নেবে। কৌশলগতভাবে সিরিয়া আরব লীগের সদস্য। তবে ২০১১ সাল থেকে দেশটির সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। গৃহযুদ্ধে জড়িয়ে পড়া দেশটির সরকারের ভূমিকার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়। কাতার নিশ্চিত করেছে তারা সম্মেলনে যোগ দেবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর ও বাহরাইন দশ মাস ধরে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। উপসাগরীয় অঞ্চলে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞায় সৃষ্ট সঙ্কটই হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি। বিশ্বের সর্ববৃহৎ তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের রফতানিকারক দেশ কাতার। গত জুনে রিয়াদ ও এর মিত্ররা দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা দেয়। এতে তারা অভিযোগ করে কাতারের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে কাজ করছে। যদিও কাতার সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এই নিষেধাজ্ঞার মধ্যে উপসাগরীয় ছোট্ট দেশটির সঙ্গে সৌদির সীমান্ত বন্ধ করে দেয়াও রয়েছে। একমাত্র সৌদির সঙ্গে দেশটির ভূখ-ের সীমানা রয়েছে। সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক গণমাধ্যম গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, তারা কাতার সীমান্তে খাল খনন করার পরিকল্পনা করছে; যাতে উপসাগরীয় প্রতিবেশীকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। সোমবার সাবক অনলাইন নিউজপেপার এক প্রতিবেদনে জানিয়েছে, পরিকল্পিত খালটি সালওয়া নামে খনন করা হবে। সৌদি ও আমিরাতের ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগের মাধ্যমে এর অর্থায়ন করা হবে; যা পুরোপুরি সৌদি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে করা হবে। সৌদি সরকার বিষয়টি অস্বীকার করে কোন বিবৃতি বা বক্তব্য দেয়নি। জিসিসির সদস্য কুয়েত কাতার সঙ্কটের মধ্যস্ততা করার চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কুয়েতের এই মধ্যস্ততাকারীর কাজটি সমর্থন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সমর্থন দিলেও তারা কাতারকে সব রকম সহায়তা দিয়ে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যে দোহার বাইরে অবস্থিত আল ইউদিদ বিমান ঘাঁটিতে সব ধরনের সহযোগিতা করছে। কাতারের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকেই যুক্তরাষ্ট্র অনেক বেশি সংযত আচরণ করে যাচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকা-ে আর্থিক সহায়তার অভিযোগের এক বছর পর বৈঠকটি অনুষ্ঠিত হলো। দুই সপ্তাহেরও কম সময়ের আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর এটি হলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমিরকে একজন বন্ধু ও মহৎ ভদ্রলোক বলে অভিহিত করেন।
×