ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭শ’ বছরের পুরনো চড়ক মেলা

প্রকাশিত: ০৫:২৬, ১৪ এপ্রিল ২০১৮

৭শ’ বছরের পুরনো চড়ক মেলা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৩ এপ্রিল ॥ বাংলা বছরের সমাপনী মাস চৈত্র। চৈত্রের শেষ দিনটিকে চৈত্রসংক্রান্তি বলা হয়। পঞ্জিকা মতে চৈত্র মাসের শেষ সংকান্তি উপলক্ষে হিন্দু সম্প্রদায় নানা পূজা অর্চনা ও আচার অনুষ্ঠান করে থাকে। বাংলা সনের শেষ মাসের নামকরণ করা হয়েছে-চিত্রা-নক্ষত্রের নামনুসারে। আদিগ্রন্থ পুরানে বর্ণিত রয়েছে ২৭ নক্ষত্র আছে যা রাজা/প্রজাপতির দক্ষের সুন্দরী কন্যার নামানুসারে নামকরণ করা হয়। মহাধুমধামে চন্দ্রদেবের সঙ্গে বিয়ে হয় দক্ষের ২৭ কন্যার। ২৭ কন্যার মধ্যে চিত্রার নামনুসারে চিত্রানক্ষত্র এবং চিত্রানক্ষত্র থেকে চৈত্র মাসের নামকরণ করা হয়। চৈত্র মাসের অন্যতম প্রধান উৎসব চড়ক। পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামে প্রায় ৭শ’ বছর পূর্ব থেকে চৈত্র সংক্রান্তিতে মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো হয়ে আসছে। এবারো হিন্দু ধর্মমতে চৈত্র সংকান্তি উপলক্ষে শনিবার মাঝিপাড়া গ্রামে চড়ক অনুষ্ঠিত হবে।
×