ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে হাট ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০৫:২৪, ১৪ এপ্রিল ২০১৮

বাউফলে হাট ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ এপ্রিল ॥ কালাইয়া হাট ইজারাকে কেন্দ্র করে শাসক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে কালাইয়া বন্দর ও বন্দর সংলগ্ন দাশপাড়া ল্যাংড়া মুন্সীর পুল এলাকায় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দাশপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ও যুবলীগের দফতর সম্পাদক অলিউর রহমান নামের তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। হামলা করা হয়েছে শ্রমিক লীগ কর্মী ইউনুস গাজীর বসত ঘর ও সজীব নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে। আহতদের মধ্যে শহিদুল ও অলিউল স্থানীয় ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের সমর্থক এবং রবিউল, ইউনুস গাজী ও সজীব হচ্ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সমর্থক। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনুস গাজীর স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করেন, ঘটনার দিন সকাল ৭টার দিকে দাশপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার আবদুল ছালাম ও মনিরসহ ১০-১২ জন লোক লাঠিসোটা নিয়ে তাদের বসত বাড়িতে হামলা করে। এ সময় তারা ঘরের সামনে গেট ও ইমরান স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাটার কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় দাশপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউলকে পিটিয়ে জখম করে। এর জের ধরে যুবলীগ সম্পাদক ও কলাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লার অনুসারি শাহিন বাবুর্চির নেতৃত্বে দাশপাড়া-কালাইয়া বেইলী ব্রিজের কাছে সহিদুল ও অলিউলকে পিটিয়ে জখম করা হয়। তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর (১৪২৪ বঙ্গাব্দ) কালাইয়া হাটের ইজারাদার ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা। এ বছর (১৪২৫ বঙ্গাব্দ) দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকা দরদাতা হিসেবে কালাইয়া হাটের ইজারাদার হিসেবে নিযুক্ত হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া। তিনি দাশপাড়া ইউপির চেয়ারম্যান জাহাগীর হোসেনের ঘনিষ্ঠজন। দ্বিতীয় দরদাতা মনির হোসেন অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে রিট করলে আদালত ওই হাটের ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
×