ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে এমপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ১৪ এপ্রিল ২০১৮

বরিশালে এমপির  বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। গত দুইদিন থেকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। বরিশাল বাস মালিক গ্রুপের কতিপয় প্রভাবশালী নেতা মিথ্যাচারের মাধ্যমে বাস চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বরিশাল। ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছেন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বাস মালিক গ্রুপের সভাপতির ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান করেন। শুক্রবার সকাল দশটায় উজিরপুর উপজেলার সাতলা বন্দরে সর্বস্তরের জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
×