ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈশাখ বরণে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:২২, ১৪ এপ্রিল ২০১৮

বৈশাখ বরণে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘœ করতে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, কোন ধরনের অঘটনা ঘটবে না। নাশকতার কোন আশঙ্কাও নেই। শিশু ও বৃদ্ধদের বিশ্রামের জন্য রমনা ও হাতিরঝিলে বৈশাখী লাউঞ্জ করা হয়েছে। থাকছে ভ্রাম্যমাণ আদালত। কেউ যাতে গুজব ছড়িয়ে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যম মনিটরিং করা হচ্ছে। শুক্রবার বিকেলে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, শনিবার বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের কোন অনুষ্ঠান করা যাবে না। পহেলা বৈশাখের পরদিন পবিত্র শবে মিরাজ। তাই সার্বিক দিক বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব তাদের হেলিকপ্টার থেকে নজর রাখবে। বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে রমনা পার্ক ও হাতিরঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত থাকবে। রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। রমনার পাশাপাশি এবার হাতিরঝিলেও র‌্যাব পুরো এলাকা মনিটরিং করতে একটি কন্ট্রোল স্থাপন করেছে। শিশু ও বৃদ্ধদের বিশ্রামের জন্য রমনা ও হাতিরঝিলে বৈশাখী লাউঞ্জ করা হয়েছে। কেউ যাতে কোন ধরনের নাশকতামূলক কর্মকা- ঘটাতে না পারে এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়া মনিটরিং করা হচ্ছে।
×