ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ছিনতাই হওয়া কাভার্ডভ্যান দুদিন পর ঢাকা থেকে উদ্ধার

প্রকাশিত: ০৫:১৬, ১৪ এপ্রিল ২০১৮

কুমিল্লায় ছিনতাই হওয়া কাভার্ডভ্যান দুদিন পর ঢাকা থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ এপ্রিল ॥ কুমিল্লায় ডিবি পরিচয়ে প্রকাশ্য দিবালোকে গামের্ন্টসের ৪০ লাখ টাকা মূল্যের পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাই হয়েছে। ঘটনার দুদিন পর পণ্যবিহীন কাভার্ডভ্যানটি শুক্রবার রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় দুর্ধর্ষ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দাউদকান্দি থানা পুলিশ জানায়, জে কে নিট কম্পোজিট এর রফতানিমুখী ১৫ হাজার ৮শ পিস টি-শার্ট ও পলো শার্ট নিয়ে (ঢাকা মেট্রো-১১-৯৯৬০) কাভার্ডভ্যানটি চট্টগ্রাম বন্দরে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে রওয়ানা করে গত ১১ এপ্রিল দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা কাভার্ডভ্যানটির গতিরোধ করে নিয়ন্ত্রণে নেয়। ছিনতাইকারীরা চালক শাহআলম (২৫) ও তার সহকারী আনোয়ার হোসেনকে (২২) হাত-পা বেঁধে মুন্সীগঞ্জ এলাকার ভবেরচর থানাধীন রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকা অভিমুখে চলে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের মালিক জহিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। তবে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম জানান, মহাসড়কে ছিনতাইয়ের এ ঘটনাটি আমার জানা নেই। দাউদকান্দি থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি খালি ও পরিত্যক্ত অবস্থায় ঢাকার খিলক্ষেত এলাকায় ৩শ’ ফিট রাস্তার পার্শ্ব থেকে শুক্রবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
×