ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১তলা থেকে পড়ে শিশুর, মাচা ছিঁড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:১৬, ১৪ এপ্রিল ২০১৮

১১তলা থেকে পড়ে শিশুর, মাচা ছিঁড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে আবাসিক ভবনের ১১ তলা থেকে পড়ে শিবলী নোমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর মামা টিপু মিয়া জানান, মিরপুর ১৩ নম্বরে বাইশটেকী এলাকায় ভাড়া বাসায় থাকেন শিবলীর বাবা-মা। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মা-বাবার সঙ্গে শিবলী যাত্রাবাড়ীর গোলাপবাগে তার মামা সাইদ হোসেনের বাসায় গোলাপবাগ রোজ গার্ডেন বেড়াতে আসে। রাতে মা-বাবা চলে গেলেও শিবলী থেকে যায়। টিপু মিয়া জানান, শুক্রবার দুপুর ২টার দিকে রোজ গার্ডেনের ১১ তলার একটি রুমে খেলতে গিয়ে এসির জন্য বরাদ্দ করা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় শিবলী। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে বজলু রহমান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরজু (২৮) নামে অপর এক শ্রমিক। মৃতের সহকর্মী সাইদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টায় ডেমরা সাইনবোর্ড এলাকার বাদশা মিয়া রোডের একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় মাচা বেঁধে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ মাচা ছিঁড়ে নিচে পড়ে যায় বজলু ও আরজু। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বজলুকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে বজলুর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে একইদিন সকাল ১০টায় পুরান ঢাকার ওয়ারিতে নির্মাণাধীন ১২ তলা ভবনে ক্রেন দিয়ে মালামাল তুলছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ সেটি ছিঁটকে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা তিন শ্রমিক মোঃ সেলিম (৫০), ইউসুফ (২৫) ও জাহিদ (১৮) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোঃ সেলিমকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে মর্গে সেলিমের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ এদিকে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় পল্লবী থানা এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় ফারুক হোসেন (৪৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন ভোর সাড়ে ৫টায় তেজগাঁও থানাধীন ফার্মগেট পার্কের সামনের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত (৫০) আরেক পথচারী। এ সময় বেপরোয়া গতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে দু’জনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
×