ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এডিপির বাইরে অতিরিক্ত ১০ হাজার ৮৯৮ কোটি টাকা চায় বিদ্যুত বিভাগ

প্রকাশিত: ০৫:১৬, ১৪ এপ্রিল ২০১৮

এডিপির বাইরে অতিরিক্ত ১০ হাজার ৮৯৮ কোটি টাকা  চায় বিদ্যুত বিভাগ

রশিদ মামুন ॥ শতভাগ বিদ্যুতায়নের জন্য বার্ষিক উন্নয়ন বরাদ্দের (এডিপি) বাইরে বিদ্যুত বিভাগ ১০ হাজার ৮৯৮ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুত সরবরাহের লক্ষ্য বাস্তবায়ন করছে সরকার। এই সময়ের মধ্যে বিদ্যুত দিতে হলে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে হবে। বিদ্যুত বিভাগ বলছে এজন্য এডিপি বরাদ্দের বাইরে তাদের আরও অর্থ দরকার। বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর কাছে লেখা এক চিঠিতে অতিরিক্ত বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। বিদ্যুত সচিবের লেখা চিঠিতে বলা হয়, আগামী অর্থবছরে ২০১৮-১৯ এ বিদ্যুত বিভাগের ৩১ হাজার ৬৭২ কোটি টাকা প্রয়োজন। কিন্তু অর্থ বিভাগের সিলিং অনুযায়ী এডিপিতে আগামী অর্থবছরে বিদ্যুত বিভাগ সর্বোচ্চ ২০ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দ পেতে পারে।
×