ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নামের সঙ্গে ‘লুলা’ জুড়ছেন সাংসদরা

প্রকাশিত: ০৫:১২, ১৪ এপ্রিল ২০১৮

নামের সঙ্গে ‘লুলা’  জুড়ছেন সাংসদরা

ব্রাজিলে ওয়ার্কার্স পার্টির ৬০ জনেরও বেশি সাংসদ আনুষ্ঠানিকভাবে তাদের নাম বদলেছেন। উৎকোচ গ্রহণের দায়ে দলের নেতা ও দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট থাকা লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কারাদ- শুরু হওয়ার পর দলীয় কংগ্রেস সদস্যরা তাদের নামের সঙ্গে ‘লুলা’ জুড়ে দিচ্ছেন। ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা গ্লেইসি হফম্যান এ নাম বদলের হিড়িকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ‘গ্লেইসি লুলা হফম্যান’ নামকরণ করেছেন। কংগ্রেসের সব নথি এমনকি ইলেকট্রনিং ভোটিং বোর্ডেও এখন থেকে তার এ নামই থাকবে। পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়ার্কার্স পার্টির নেতা পাওলো পিমেন্তাও পরে গ্লেইসিকে অনুসরণ করেন, নিজের নাম বদলে রাখেন পাওলো লুলা পিমেন্তা। তার বামপন্থী সহকর্মীদের মধ্যেও পরে এ প্রবণতা ছড়িয়ে পড়ে। নাম বদলের এ চর্চায় অনুপ্রাণিত হন ডানপন্থী সাংসদরাও। তারা অবশ্য লুলার পাল্টায় বিচারক সার্জিও মোরোর নামের অংশ জুড়ে দেন। মোরোই সাবেক প্রেসিডেন্ট লুলাকে দোষী সাব্যস্ত করেছিলেন। সমুদ্র সৈকতমুখী একটি ফ্ল্যাটের সংস্কার বাবদ অর্থ উৎকোচ নেয়ার অভিযোগে সাবেক ট্রেড ইউনিয়ন কর্মী লুলার ১২ বছরের কারাদ- হয়। আপীল চলাকালে তিনি বাইরে থাকতে চেয়েছিলেন। সুপ্রীমকোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকের সিদ্ধান্তে তাকে জেলে ঢুকানো হয়। পুলিশের কাছে আত্মসমর্পণের পর গত শনিবার থেকে লুলার কারাভোগ শুরু হয়। সাবেক এ প্রেসিডেন্ট বলছেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অক্টোবরের সাধারণ নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এ চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। জনমত জরিপেও অন্যান্য প্রার্থীর চেয়ে লুলাকে বেশ খানিকটা এগিয়ে থাকতেই দেখা যাচ্ছে। দ-িত হওয়ার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ব্রাজিলের নির্বাচনী আদালত। -বিবিসি
×