ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএমএসে প্রীতম হাসানের ‘রাজকুমার’

প্রকাশিত: ০৭:২৬, ১৩ এপ্রিল ২০১৮

ডিএমএসে প্রীতম হাসানের ‘রাজকুমার’

স্টাফ রিপোর্টার ॥ ঝড়টা শুরু হয়েছিল ‘লোকাল বাস’ দিয়ে। এরপর ‘আসো মামা হে’ এরও পর ‘যাদুকর’ হয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন হালের সেনসেশন প্রীতম হাসান। এবার আসছেন ‘রাজকুমার’ হয়ে। প্রীতম ভক্তদের জন্য বৈশাখী উপহার মিউজিক্যাল মুভি ‘রাজকুমার’। ‘রাজকুমার’ শিরোনামের গানটি লিখেছেন রায়হান ইসলাম শুভ্র, রাকিব হাসান রাহুল এবং প্রীতম হাসান। সুর ও সঙ্গীতায়োজন প্রীতম নিজেই। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কোস্পন্সর হিসেবে আছে ‘তান্ত্রা’। মিউজিক্যাল মুভি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। দেশীয় ঘরনার বাইরের একটি গল্পে, একজন আন্ডারগ্রাউন্ড ফাইটারের প্রতিদিনের যাপিত জীবন, আবেগ, প্রেম-ভালবাসা, প্রণয় এবং পরিণতি নিয়ে নির্মিত এই ভিডিওতে প্রীতম হাসানের নায়িকা হিসেবে আছেন সুনেহরা বিনতে কামাল। সঙ্গে রয়েছে এক ঝাক অভিনয়শিল্পী। রাজধানীর কোক স্টুডিওতে ‘রাজকুমার’ এর চিত্রায়ন হয়। যা দর্শক এই মিউজিক্যাল মুভিতে দেখতে পাবেন। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, এর আগের ভিডিওগুলোতে দর্শক-শ্রোতারা আমাকে যে গেটাপে দেখেছেন, এবারের ভিডিওতে সম্পূর্ণ নতুন ভাবে, নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি। যা দর্শক-শ্রোতাদের ভাল লাগবে। আর গানের ব্যাপারে বলব, শ্রোতাদের ভাল লাগার কথা চিন্তা করেই গানের অডিও এবং গায়কিতে আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে জানা যায় বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে ‘রাজকুমার’ প্রকাশ হয়েছে। পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে শোনা যাচ্ছে।
×