ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা লেখক সম্মাননা পেলেন রাশেদ রেহমান

প্রকাশিত: ০৭:২৬, ১৩ এপ্রিল ২০১৮

বর্ষসেরা লেখক সম্মাননা পেলেন রাশেদ রেহমান

স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জের প্রতিভাবান তরুণ কবি ও উপন্যাসিক, সাহিত্য পত্রিকা ‘ক্যাপ্টেন’ সম্পাদক রাশেদ রেহমান তার অন্যতম রচনা ‘আজিরণ বেওয়া’ উপন্যাসের জন্য বর্ষসেরা উপন্যাসিক হিসেবে ‘বঙ্গভূমি সাহিত্য সম্মাননা-২০১৮’ পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে বঙ্গভূমি সাহিত্য পর্ষদের (বসাপ) উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ সম্মাননা লাভ করেন। কবি রাশেদ রেহমান সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তরুণ সাহিত্যিক রাশেদ রেহমান রচিত একাধিক গ্রন্থ ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রতিবছর বইমেলাতেও তার রচিত একাধিক গ্রন্থ প্রকাশ হয়। এবার বইমেলায় এসেছে কাব্যগ্রন্থ ‘টাইমলাইনের কবিতা’, উপন্যাস ‘আজিরন বেওয়া’র নতুন সংস্করণ, সেই সঙ্গে রয়েছে সাহিত্য পত্রিকা ‘ক্যাপটেন’ এর নতুন সংখ্যা। এদিকে সাহিত্য চর্চার পাশাপাশি তিনি নির্মাণের সঙ্গে জড়িত আছেন রাশেদ রেহমান। মির্জা সাখাওয়াত হোসাইনের ‘স্বপ্নযাত্রা’ একটি চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে চলচ্চিত্রের সিংহ ভাগ হয়েছে। তবে উপন্যাস ‘আজিরন বেওয়া’ কবি রাশেদ রেহমানকে লেখক হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। এই উপন্যাস অবলম্বনে বরেণ্য নির্মাতা মির্জা সাখাওয়াত হোসাইন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন রাশেদ রেহমান। এ প্রসঙ্গে রাশেদ রেহমান বলেন, সাহিত্য চর্চার পাশাপাশি পরিচালনার কাজেও হাত দিয়েছি। এক্ষেত্রে গুণী পরিচালক মির্জা সাখাওয়াত হোসাইনের প্রধান সহকারী হিসেবে দুটি চলচ্চিত্রে কাজ করছি। তার মতো একজন গুণী মানুষের সান্নিধ্য পাওয়া বিশেষ করে তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। অচিরেই পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন রাশেদ রেহমান। সম্মাননা প্রাপ্ত সাহিত্যিক রাশেদ রেহমান তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আজিরন বেওয়া’ বর্ষসেরা হওয়ায় আমি আনন্দিত। তাছাড়া আমার রচিত ‘আজিরন বেওয়া’ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হচ্ছে; এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। চলচ্চিত্রটি নির্মাণ করবেন মির্জা সাখাওয়াৎ হোসেন। তার তৈরী চিত্রনাট্য পরে আমি অভিভূত। আগামী জুলাই মাসের মাঝামাঝিতে শূটিং শুরু হবে। অচিরেই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। তিনি চলচ্চিত্র প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তাছাড়া বেশ কিছু নাটক ও গান লিখেছেন। তার লেখা নাটক ; ‘কোমক’, ‘এপার ওপার’, ’চর’, ‘শালিক’, ‘রক্তাক্ত পতাকা’, ‘বন্দি আমার মা’। এছাড়া শতাধিক গান লিখেছেন। তার। প্রকাশিত রয়েছে গ্রন্থের মধ্যে অন্যথম গল্পগ্রন্থ ‘নির্জন চরাচরে’, ‘আঁধভাঙা চাঁদ’, ছড়াগ্রন্থ ‘আবির রাঙা ছড়া’, কাব্যগ্রন্থ ‘দু:খ সুখের যমুনা’ উল্লেখযোগ্য। তাছাড়া সৃজনশীল সাহিত্য কাগজ ‘ক্যাপটেন” দশ বছর ধরে নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন। নিজেকে ‘ক্যাপটেন সম্পাদক’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সবশেষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গভূমি সাহিত্য পর্ষদ (বসাপ) এর সভাপতি মহ. ওলিউল ইসলাম ( ভারত) ও সাধারণ সম্পাদক কবি মিজান হাওলাদারকে। তাদের এই সম্মাননা সাহিত্য সৃস্টিতে আমাকে উৎসাহিত করবে।
×