ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক ইলিশের দাম ১৫ হাজার টাকা

প্রকাশিত: ০৭:২২, ১৩ এপ্রিল ২০১৮

এক ইলিশের দাম ১৫ হাজার টাকা

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১২ এপ্রিল ॥ ২ কেজি ৬শ’ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকা। এই মাছটির ১৫ দিন আগে বাজারে দাম হতো ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে বিক্রি হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকা। পাথরঘাটা বিএফডিসির ব্যবসায়ী মেসার্স বরিশাল ফিসের স্বত্বাধিকারী খান হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিউ আলামিন ফিসের মালিক আলম মিয়ার কাছ থেকে পাইকার ইউসুফ ২ কেজি ৬শ’ গ্রাম ওজনের একটি ইলিশ ১৫ হাজার ৩৮০ টাকায় ক্রয় করেন। যা মণ হিসেবে মূল্য দাঁড়ায় ২ লাখ ৬০ হাজার টাকা। ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ ‘ধর্ষণের বিরুদ্ধে হোক প্রতিরোধ- চাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক গণপ্রতিরোধ আন্দোলন’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার গাইবান্ধা শহরের আসাদুজ্জামান স্কুলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, অবলম্বন, বিডিইআরএম ও জনউদ্যোগ মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আফরোজা লুনা, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, দীপ্তি রানী প্রমুখ।
×