ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৭:২১, ১৩ এপ্রিল ২০১৮

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মাদক একটি মরণ ব্যাধি। সমাজের সর্বস্তরে এর প্রবেশ ঠেকাতে হবে। পরিবার, স্কুল এবং কর্মপরিবেশে মাদককে না বলতে হবে। মাদক নির্মূল করতে শুধু পরিবার নয়, সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌরসভা চত্বরে মাদকবিরোধী এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আপনার সন্তান কোথায় যায়, কি করে তা লক্ষ করা দরকার। পরিবার সচেতন হলে মাদকের ছায়া থেকে বেঁচে যাবে সন্তান। অপরদিকে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে নাগরিক সমাবেশে সাবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা মাদকমুক্ত সমাজ’র সভাপতি মেজর জেনারেল আ ম সা আ আমিনের (অব) সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক আজিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক সরকার, মাদকমুক্ত সমাজ কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান প্রমুখ।
×