ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হত্যার দায়ে ১ জনের ফাঁসি॥ ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:২১, ১৩ এপ্রিল ২০১৮

নেত্রকোনায় হত্যার দায়ে ১ জনের ফাঁসি॥ ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ এপ্রিল ॥ জেলার দুর্গাপুর উপজেলার ব্কালজোড়া ইউনিয়নের চারিগাঁও পাড়া গ্রামের ঈসমাইলকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদ- এবং দুইজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-েও দ-িত করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামির নাম আলীম উদ্দিন। এছাড়া যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলো ইলিয়াস ও আজিজুল। এদের প্রত্যেকের বাড়ি চারিগাঁও পাড়া গ্রামে। রায়ের বিবরণে প্রকাশ, চারিগাঁও পাড়া গ্রামের ঈসমাইল হোসেনের সিন্ধুকে কিছু টাকা রক্ষিত ছিল। ওই টাকার জন্য আলীম উদ্দিন, আজিজুল ও ইলিয়াস সংঘবদ্ধ হয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি রাতে ঈসমাইলের বাড়িতে হানা দেয়। তারা ঈসমাইলের কাছে সিন্দুকের চাবি চায়। চাবি না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ঈসমাইলের ওপর চড়াও হয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ঈসমাইল হোসেন মারা যান। চুয়াডাঙ্গায় ৫ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে একটি হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকির হোসেন খান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ১৬ জানুয়ারি’২০১৪ সকাল ৯টায় অভিযুক্ত আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গোবিন্দহুদা গ্রামের দুখু ম-লের ছেলে মহাসিনের বাড়িতে ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। গ্রামের লোকজন মারাত্মক অবস্থায় মহাসিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
×