ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইনী প্রক্রিয়ায়ই খালেদাকে আদালত সাজা দিয়েছে ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ০৭:২০, ১৩ এপ্রিল ২০১৮

আইনী প্রক্রিয়ায়ই খালেদাকে আদালত সাজা দিয়েছে ॥ এলজিআরডিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১২ এপ্রিল ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে সব ধরনের আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালত সাজা দিয়েছে। এখানে সরকারের কোন হাত ছিল না। তাকে একমাত্র রাষ্ট্রপতিই ক্ষমা করতে পারেন। যদি তিনি দোষ স্বীকার করেন। তিনি বলেন, খালেদা জিয়া সাধারণ কোন কয়েদি নন। তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত মর্যাদা বিবেচনা করে কারাগারে সরকারের পক্ষ থেকে ন্যায্য সুবিধা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলী বাজারে জাদুকাটা নদীর উপর শাহ আরেফিন ও অদত্য মৈত্রী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্ব এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেন গুপ্তা, পীর ফজলুর রহমান মিসবাহ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শামসুন্নাহার বেগম শাহান, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমদ খান প্রমুখ।
×