ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে সন্ত্রাসী হামলা ॥ মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ও দোকান ভাংচুর

প্রকাশিত: ০৭:২০, ১৩ এপ্রিল ২০১৮

আদমদীঘিতে সন্ত্রাসী হামলা ॥ মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ও দোকান ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ এপ্রিল ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড (পশ্চিম সিংড়া) নামক স্থানে ভূমিহীন এক মুক্তিযোদ্ধা পরিবারের বসত ও দোকান ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ওই জায়গার দাবিদার প্রভাবশালী ও তার ক্যাডার বাহিনী। পুলিশ ওই প্রভাবশালীর দুই ক্যাডারকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। জানা গেছে, মৃত ভূমিহীন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে এনামুল হক ১৫ বছর ধরে ওই স্থানে সওজের জায়গায় ওয়েল্ডিংয়ের দোকান করে ব্যবসা করার পাশাপাশি বসতঘর করে মা-ছেলে জীবন যাপন করে আসছে। ওই জায়গার উত্তর পাশে সওজের খালেরপাড়ে রয়েছে জুয়েল মাস্টার নামক এক ব্যক্তির আবাদি জমি। সেই সূত্রে সওজের অব্যহৃত খালটি তার বলে দাবি করে আসছে। এর এক পর্যায়ে বৃহস্পতিবার উৎরাইল গ্রামের বাসিন্দা জুয়েল মাস্টার ১০/১২ সন্ত্রাসী ক্যাডার নিয়ে হামলা চালায়। তারা ওই ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের দোকান ও বসতঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ দিকে, ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায় এবং দুই ক্যাডারকে ঘটনাস্থল থেকে আটক করে। কিন্তু তদন্তের গোপনীয়তার কারণে আটক দুই ক্যাডারের নাম পরিচয় জানায়নি পুলিশ কর্মকর্তা সাম মোহাম্মদ। তবে বিষয়টি নিয়ে থানায় দুইপক্ষকে নিয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
×