ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় উত্ত্যক্তকারীর হামলায় আহত ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৯, ১৩ এপ্রিল ২০১৮

ভাঙ্গায় উত্ত্যক্তকারীর হামলায় আহত ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ ভাঙ্গায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছোট বোনের উত্ত্যক্তকারী রাসেল মাতুব্বরের (১৭) ইটের আঘাতে আহত বড় ভাই রাজিব খান (২১) মারা গেছেন। রাজিব বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসমত খানের এক ছেলে ও তিন মেয়ের মধ্যে রাজিব সবার বড়। জানা যায়, গঙ্গাধরদী গ্রামের আসমত খানের কন্যা আছিয়া আক্তার ওরফে রীমা স্থানীয় শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আছিয়াকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এবং বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত ঘারুয়া গ্রামের বাবলু মাতুব্বরের বখাটে পুত্র রাজমিস্ত্রি জোগালদার রাসেল। গত শুক্রবার রাতে রাসেল গঙ্গাধরদী গ্রামে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে গেলে গ্রামবাসী তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন শনিবার সকালে রাসেলের অভিভাবক মুচলেকা দিয়ে তাকে থানা থেকে তাকে ছাড়িয়ে আনেন। গত রবিবার বিকেলে ওই ছাত্রীর ভাই রাজিব ঘারুয়া এলাকায় আসলে রাসেল তাকে একা পেয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আহত রাজিবকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ওইদিনই রাজীবকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার চার দিন পর বৃহস্পতিবার সকালে মারা যান রাজীব।
×