ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৭:১৯, ১৩ এপ্রিল ২০১৮

পাবনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ এপ্রিল ॥ সুজানগর উপজেলায় শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যা করেছে শ্বশুর বাড়ি লোকজন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী নাজিরগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মুরাদ সরদারকে আটক করেছে। বৃহস্পতিবার নিহত তাসলিমা খাতুনের (২৩) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূর মামা আব্দুল আলীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ৪ বছর পূর্বে সুজানগরের রায়পুর গ্রামের চাঁদ মোল্লার মেয়ের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রাম মহব্বতপুরের মুরাদ সরদারের সঙ্গে। মুরাদ ও তাসলিমা দম্পতির ৩ বছরের একটি সন্তান আছে। পারিবারিক বিরোধের জের ধরে ঘটনার সময় দেবর মমিন সরদার, শ্বশুর কাশেম সরদার মিলে ব্যাপক মারপিট করে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে এটি ওই পরিবার আত্মহত্যা বলে চালাচ্ছেন। নিহত গৃহবধূর বাবা চাঁদ আলী মোল্লা জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মারপিটের সময় মেয়ের স্বামী বাড়িতে ছিল না। এই সময় দেবর ও শ্বশুর মিলে তাকে হত্যা করেছে। চুয়াডাঙ্গায় স্বামী নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, সদর উপজেলার চ-িপুর গ্রামে স্ত্রীর ঝাড়ু বাড়িতে মারা গেছে আব্দুল হাকিম (৬৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। সদর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং স্ত্রী ছাহেরা খাতুনকে আটক করে থানায় নিয়েছে। পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস জানান, আব্দুল হাকিম বিগত দুই বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাগত। বৃহস্পতিবার সকালে ভাত খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল হাকিম রাগ করে স্ত্রীকে লাঠি দিয়ে মারে। এরপর স্ত্রীও তাকে ঝড়ু দিয়ে মারলে সে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। কেরানীগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে মামুনুর রহমান হাসু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। বৃহস্পতিবার ভোরে লছমানগঞ্জে নিহতের বাড়ির ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় বোন পূর্ণিমা আক্তার বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পূর্ণিমা আক্তার জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোবাইলে কল আসলে হাসু বাসা থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী রাস্তার নাইটগার্ড এসে জানায় হাসুকে কুপিয়ে আহত করা হয়েছে। তারা হাসুকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগেরহাটে নারী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের বয়াসিংগা খালেরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৫/২৬ বছর। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাটোরে গার্ডের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গা উপজেলায় হাসেম আলী (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী পিপরুল সরদারপাড়া গ্রামের মৃত কায়েম ম-লের ছেলে ও পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্র্ড।
×