ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে মহাদীঘির বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদ

প্রকাশিত: ০৭:১৭, ১৩ এপ্রিল ২০১৮

আত্রাইয়ে মহাদীঘির বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আত্রাই উপজেলার মহাদীঘি রেলব্রিজের পাশে খালের ওপর বাঁশের সাঁকোটি এলাকাবাসীর জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নড়বড়ে এ সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক পথচারী। এমনকি অনেকে সাইকেল মোটরবাইক নিয়ে এ সাঁকো পার হতে গিয়ে সাইকেল ও মোটরবাইকসহ পানিতে পরে যাওয়ার নজিরও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি ব্রিজ নির্মাণের। কিন্তু এখনও এ বিষয়ে কারও কোন ভ্রƒক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ। সরেজমিনে দেখা যায়, আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম ভর-মাধাইমুড়ি। আত্রাই এবং শাহাগোলার মাঝামাঝি স্থানে রেললাইন ঘেঁষা এ গ্রামের সঙ্গে উপজেলা সদরের নেই কোন সংযোগ ব্যবস্থা। সহস্রাধিক লোকের বসবাস এখানে। এ গ্রামে রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি কওমী মাদ্রাসা ও দুইটি মসজিদ। এ গ্রাম এবং মহাদীঘি দীঘিরপার গ্রামের লোকজনদের উপজেলার সঙ্গে যোগাযোগের নেই কোন ব্যবস্থা। বর্ষাকালে নৌকার কোন বিকল্প নেই এই গ্রামে। শুষ্ক মৌসুমে হাঁটারও কোন পথ ছিল না। আত্রাইয়ের মজিদ আর্ট প্রেসের স্বত্বাধিকারী খন্দকার আব্দুল মজিদ বলেন, মহাদীঘি খালের ওপর বাঁশের সাঁকোটি মরণ ফাঁদ। গত ২৪ মার্চ আমি ভর-মাধাইমুড়ি থেকে আত্রাই আসার সময় এ বাঁশের সাঁকো থেকে মোটরবাইকসহ পানিতে পড়ে যাই। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার বলেন, এখানে বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পলাশে যুবলীগের ওপর হামলার প্রতিবাদ স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পলাশে যুবলীগের ওপর জাসদ সভাপতি জায়েদুল কবিরের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা পরিষদের সামনে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম শফি, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ তুষার বক্তব্য রাখেন। বক্তারা যুবলীগের ওপর গুলিবর্ষণকারী নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবিরকে গ্রেফতারের দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে এবং যুবলীগের কোন কর্মীকে এ ঘটনায় গ্রেফতার বা হয়রানি করা হলে তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন বলে জানান।
×