ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে সোনাহাট রেলসেতু ॥ যোগযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

প্রকাশিত: ০৭:১৬, ১৩ এপ্রিল ২০১৮

হুমকির মুখে সোনাহাট রেলসেতু ॥ যোগযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপারের কারণে হুমকির মুখে পড়েছে সোনাহাট রেল সেতু। যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এবং বিচ্ছিন্ন হতে পারে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। ভুরুঙ্গামারীতে দুধকুমর নদের উপর ব্রিটিশ শাসনামলে নির্মিত দেশের অন্যতম বৃহৎ সোনাহাট রেলসেতু দিয়ে প্রতিদিন সোনাহাট স্থলবন্দর হতে ২০-২৫ টনের অধিক পাথর বোঝাই শত শত ট্রাক পারাপারের কারণে হুমকির মুখে পড়েছে সেতুটি। কয়েকদিন থেকে ব্রিজটির স্লিপারের স্টিলের পাটাতন ভাঙ্গার পরে আবারও তা জোড়াতালি দিয়েই অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপার অব্যাহত রয়েছে। এই অবস্থা চলতে থাকলে যেকোন মুহূর্তে মারাত্মক দুর্ঘটনাসহ ৩ লক্ষাধিক জনসাধারণের যাতায়াত বন্ধ এবং প্রাণহানীর ঘটনা আশঙ্কা করছে এলাকাবাসী। জানা গেছে, কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট, বলদিয়া, চরভুরুঙ্গামারী, আন্ধারীঝাড় ও তিলাই, নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস এবং নারায়ণপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম সোনাহাট সেতু। প্রতিপক্ষের রামদার কোপে যুবকের হাত বিচ্ছিন্ন সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে শহিদুল শেখ (২২) নামে এক যুবকের ডান হাতের কব্জি থেকে রামদা দিয়ে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মোবারকদিয়া গ্রামের মানিক শেখের ছেলে শহিদুল শেখ সে পেশায় রাজমিস্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় শহিদুলদের সঙ্গে মোবারকদিয়া একই গ্রামের আলী শেখদের (৫০) সঙ্গে দীর্ঘদিন জমিজমা বিরোধ চলে আসছিল। গত ৯ মাস আগে শহিদুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করলে তার ডান হাত পঙ্গু হয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে ঘটনার দিন শহিদুল দাদপুরের চিতার বাজার থেকে বাড়ি ফেরার পথে নতুবদিয়া সড়কে রতন মাতুব্বরের বাড়ির সামনে পৌঁছালে আলীর আপন ছোট ভাই জুলহাস, চাচাত ভাই ফারুক ও দাদপুর গ্রামের তার দলীয় মিজানসহ কয়েকজনকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা শহিদুলের ডান হাত কুনই থেকে রামদা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। স্থানীয় ভাবে শহিদুল শেখ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শামিম মোল্যার সমর্থক।
×