ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে অধিকাংশ সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৭:১৫, ১৩ এপ্রিল ২০১৮

ঘাটাইলে অধিকাংশ সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ এপ্রিল ॥ অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলাচলের কারণে ঘাটাইল উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে বারবার সংস্কার করা হলেও সড়কগুলো টেকানো যাচ্ছে না। ফলে যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। গ্রামীণ সড়কে ১০ টনের বেশি মালামাল বহন করার প্রতি বিধি নিষেধ থাকলেও আইন মানার ও প্রয়োগের কোন বালাই নেই স্থানীয় প্রশাসনের। ২৫/৩০ টনের মালবাহী ট্রাক চলাচল করলেও কর্তাব্যক্তিদের এ বিষয়ে কোন উদ্যোগ নেই। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলায় পাকা সড়ক রয়েছে প্রায় ২৮০ কিলোমিটার। এর মধ্যে উপজেলা সড়ক প্রায় ১১০ কিলোমিটার, ইউনিয়ন সড়ক প্রায় ৬২ কিলোমিটার, গ্রামীণ সড়ক-এ ক্যাটাগরির প্রায় ৯০ কিলোমিটার, গ্রামীণ সড়ক- বি ক্যাটাগরির প্রায় ২০ কিলোমিটার। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ও মালবাহী ট্রাকসহ ভারী যানবাহন ও মাটিবাহী পিকআপ ট্রাক বেপরোয়াভাবে চলাচলের কারণে এসব সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অধিকাংশ গ্রামীণ সড়কের বেহাল, সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক গ্রামীণ পাকা সড়ক দেখে বোঝার কোন উপায় নেই এইসব সড়ক এক সময় পাকা ছিল। উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়কের মধ্যে উপজেলার ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে ৪০ কিলোমিটার, জামুরিয়া-ছুনটিয়া-ভূয়াপুর সড়কের ২০ কিমি, মোগলপাড়া-সিংগুরিয়া সড়কের ১০ কিমি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ঘাটাইল-সাগরদিঘী- ভরাডোবা সড়কের ধলাপাড়া থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত সড়কটি এবং ঘাটাইল-ছুনটিয়া-ভূঞাপুর সড়কের অবস্থা বেশি খারাপ। এসব রাস্তার খানাখন্দে পড়ে প্রতিদিন মালবাহী ট্রাক-বাস ও অটোরিক্সা বিকল হয়ে যানজটের সৃষ্টি করছে। গুনগ্রাম-সন্ধানপুর সড়কের পাশে গড়ে উঠেছে ৮/১০টি ইটভাঁটি। এই রাস্তায় প্রতিদিন চলছে ২৫/৩০ টন মালামাল নিয়ে চলছে শতশত ট্রাক। ভাঁটিতে মাটি পরিবহনের জন্য মিনি ট্রাক চলছে লাইন ধরে। এ সড়কের কিছু অংশ গত বছর মেরামত করলেও এক বছরের মাথাই আবার ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাগরদিঘী থেকে তালতলা যাওয়ায় পাকা সড়কটি দেখলে এখন আর মনে হবে না এটি এক সময় পাকা সড়ক ছিল। পোড়াবাড়ী-গারোবাজার ৩০ কিমি সড়কটি পাকাকরণের কাজ সম্প্রতি শেষ হয়েছে। সড়কটি এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। কিন্তু ইতোমধ্যেই সড়কটির বিভিন্নস্থানে ডেবে গেছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ বলেন, সরকারী বিধিমালা মেনে যানবাহন না চলায় সড়কগুলোর এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ দূর করতে সড়কগুলো সংস্কার জরুরী হয়ে পড়েছে বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই এসব সড়কের সংস্কার কাজ করা হবে।
×