ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মাদকের বিস্তার ॥ বিক্রেতা দম্পতিসহ আটক ৭০

প্রকাশিত: ০৭:১৫, ১৩ এপ্রিল ২০১৮

রাজশাহীতে মাদকের বিস্তার ॥ বিক্রেতা দম্পতিসহ  আটক ৭০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীসহ জেলায় আবারও মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পরেও থামানো যাচ্ছে না মাদকের আগ্রাসন। প্রতিদিনই মাদকের খবর আসছে। আটক করা হচ্ছে পাচারকারী, বিক্রেতা ও মাদকাসক্তদের। তারপরেও বাড়ছে মাদকের বিস্তার। সহজলভ্য হওয়ায় সহজে ছড়িয়ে পড়ছে মাদকের আগ্রাসন। পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ ভূমিকায় মাঠে কাজ করছে। প্রতিদিন মাদকসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়া হচ্ছে। মহানগরী ছাড়াও জেলার সব থানা এলাকায় রমরমা মাদকের বাণিজ্য চলছে। পুলিশের কিছু সদস্য ও তাদের সোর্সরাও মাদকে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে একজন সোর্সকে বিপুল মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেও গোপনে আত্মসাতের ঘটনায় মহানগর পুলিশের দুই এএসআইকে বহিষ্কারও করা হয়েছে। এদিকে মহানগরীতে একদিনেই ৭০ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। ‘মাদকের ড্যান্ডি’ নামে পরিচিত নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতারের পর ৬৪ জনকে কারাদ- ও বাকিদের জরিমানা করা হয়েছে। বুধবার রাতে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনভর র‌্যাব গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ ৭০ জনকে আটক করা হয়। গ্রেফতার ৭০ মাদকসেবীর মধ্যে ৬৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে চারমাস করে এবং বাকিদের এক মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। এছাড়া অন্যদের জরিমানা করা হয়েছে। অপরদিকে একইদিন গোদাগাড়ীতে অভিযান পরিচালনা করে তিন হাজার ইয়াবাসহ ধনাঢ্য মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গোদাগাড়ী উপজেলার স্কুলপাড়া ফরহাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরহাদপুর গ্রামের সানারুল ওরফের সানু ও তার স্ত্রী রুমি আক্তার রুমালী বেগম। মাদকদ্রব্য অধিদফতর জানায়, তিনদিন ধরে সানুর বাড়ি নজরদারিতে রাখা হয়। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়ে এবং সানারুল ওরফে সানু ও তার স্ত্রী রুমা আক্তার রুমালীর দেহ তল্লাশি চালিয়ে পলিথিনের ১৫ টি প্যাকেটে মোড়ানো ৩ হাজার ইয়াবা উদ্ধার, মাদক বিক্রির ৪৫ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন দম্পতি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সানারুল ওরফে সানু ও তার স্ত্রী রুমালী খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছে। শুধু মাদক বিক্রি করে গোদাগাড়ীতে একাটি আলিশান ফ্ল্যাট বাড়ি, শহরের ভেড়িপাড়া এলাকায় ১২ কাঠা জমি, বরেন্দ্র এলাকায় ৪৫ বিঘা জমি, ১০ চাকার ৭-৮ টি ট্রাকসহ অনেক সম্পদের মালিক হয়েছে। কুখ্যাত এই মাদক দম্পতি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। শুধু গোদাগাড়ী কিংবা রাজশাহী নগরী নয়, জেলার সব উপজেলায় এখন মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়দের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে ছিঁচকে মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের গ্রেফতার করলেও মূল হোতারা ধরা ছোয়ার বাইরেই থেকে যায়। ফলে মাদকের আগ্রাসন কোনভাবেই দমানো যাচ্ছে না। পুলিশ সুপার শহিদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। সব থানায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
×