ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংস ক্লাবের অনুর্ধ-১৭ ফুটবলার বাছাইপর্ব

প্রকাশিত: ০৬:৫২, ১৩ এপ্রিল ২০১৮

বসুন্ধরা কিংস ক্লাবের অনুর্ধ-১৭ ফুটবলার বাছাইপর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ পরিকল্পনা অনুযায়ী বয়সভিত্তিক দল নিয়ে কাজ করলে ফুটবলের উন্নয়ন হবে বলে মনে করেন সাবেক ফুটবলার-কোচ শফিকুল ইসলাম মানিক। বসুন্ধরা কিংস ক্লাবের অ-১৭ ফুটবলার বাছাইপর্বের শেষদিনে তিনি এ কথা জানান। অন্যদিকে বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানান, জাতীয় দলের খেলোয়াড়দের পাইপলাইন মজবুত করতে ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। অ-১৭ ফুটবলার খুঁজে বের করতে গত ২৩ মার্চ থেকে প্রতিভা অন্বেষণ ক্যাম্প শুরু করে বসুন্ধরা কিংস ক্লাব। সারাদেশ থেকে প্রায় ৫ হাজার ফুটবলার থেকে ইয়েস কার্ডের মাধ্যমে ২০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব তরুণের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করতে কাজ করেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলামসহ বেশ কজন কোচ। তবে শুধু বাছাইয়ে সীমাবদ্ধ না থেকে এদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে চায় এমনটাই জানিয়েছেন তারা। ক্লাবগুলো বয়সভিত্তিক দলগঠন করলে ক্লাবের পাশাপাশি জাতীয় দল উপকৃত হবে। তাই দেশের ফুটবলের উন্নয়নে অন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার কথা জানান বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান। বাছাই করা তরুণ ফুটবলারদের নিয়ে ছোট ছোট দলে বিভক্ত করে এদের সংখ্যা কমিয়ে ৩০ থেকে ৪০ জন করা হবে।
×