ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাক-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নে আইসিসির উদ্যোগ

প্রকাশিত: ০৬:৫১, ১৩ এপ্রিল ২০১৮

পাক-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নয়নে আইসিসির উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন হয়নি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট। আর সে কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষতিপূরণ চেয়ে আইসিসির কাছে আপীল করেছে পিসিবি। আর বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং সমাধানে আসতে একটি প্যানেল গঠন করেছে আইসিসি। ২০১৪ সালে পিসিবি-বিসিসিআই পরস্পরের মধ্যে একটি সমঝোতা চুক্তি করেছিল যে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক ঝামেলার কারণে কোন সিরিজই হয়নি গত চার বছরে। এ কারণে পিসিবি ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। গত বছর নবেম্বরে আইসিসির কাছে এক আবেদনে বিসিসিআইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা। তারই প্রেক্ষিতে ৩ সদস্যের একটি বিশেষ প্যানেল গঠন করেছে আইসিসি। এ প্যানেল এ বছরের শেষদিকে একটি শুনানির ব্যবস্থা করবে। উল্লেখ্য, ২০১৫ ও ২০১৭ সালে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসম্মতি জানায় বিসিসিআই। আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ১ থেকে ৩ অক্টেবর দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তবে এই প্যানেলের নেয়া সিদ্ধান্তের বিপক্ষে আর কোন আপীল করা যাবে না।’
×