ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজিবির রংপুর রিজিয়ন ব্যাটানিয়নের ভারোত্তোলন সমাপ্ত

প্রকাশিত: ০৬:৫০, ১৩ এপ্রিল ২০১৮

বিজিবির রংপুর রিজিয়ন ব্যাটানিয়নের ভারোত্তোলন সমাপ্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ৫৬ বিজিবির নীলফামারীর দারোয়ানী প্রশিক্ষণ মাঠে শেষ হলো পাঁচদিনব্যাপী উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ভারোত্তোলন প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য পেয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারীর ৫৬ বিজিবি এবং দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি তাম্রপদক জিতে রানার্সআপ হয় লালমনিরহাটের ১৫ বিজিবি। ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী দুর্জয় হাজং শ্রেষ্ঠ নবীন এবং ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী সন্তু চাকমা শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হন। প্রতিযোগিতায় বিজিবি হতে ১৫টি দল থেকে মোট ১২৪ প্রতিযোগী অংশগ্রহণ করেন। লড়াই হয় ৮টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি তাম্রপদকের। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ই,এম আজিজুল কাহহার, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সামছুল আরেফীন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিসুর রহমান, উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন বিজিবির গোয়েন্দা বিভাগের পরিচালক লেঃ কর্নেল তৌফিক আহমেদ চৌধুরী, লালমনিরহাট বিজিবির পরিচালক লেঃ কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পঞ্চগড় বিজিবির পরিচালক লেঃ কর্নেল আল হাকিম মোঃ নওশাদ, ঠাকুরগাঁও বিজিবির পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ হোসেইন, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের পরিচালক লেঃ কর্নেল ফজল ই- ইলাহী, ঠাকুরগাঁও সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপাঃ) মেজর মোঃ জাহাঙ্গীরসহউর্ধতন কর্মকর্তারা। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ যুব দল ১-০ গোলে দি মুসলিম ইনস্টিটিউটকে হারায়। অপর ম্যাচে আরামবাগ ফুটবল একাডেমি ১-১ গোলে কদমতলা সংসদের সঙ্গে। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট চেন্নাই ২ ২ ০ ০ ৪ ০.২৫৪ হায়দরাবাদ ১ ১ ০ ০ ২ ১.৭৭১ পাঞ্জাব ১ ১ ০ ০ ২ ০.৫৬৭ কলকাতা ২ ১ ১ ০ ২ ০.১৯৫ রাজস্থান ২ ১ ১ ০ ২ -১.০৬৫ মুম্বাই ১ ০ ১ ০ ০ -০.২৭১ ব্যাঙ্গালুরু ১ ০ ১ ০ ০ -০.৫৯৮ দিল্লী ২ ০ ২ ০ ০ -০.৮৫১ * হায়দরাবাদ-মুম্বাই ম্যাচের আগ পর্যন্ত
×