ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই লেগ মিলিয়ে জার্মান জায়ান্টদের কাছে ২-১ গোলে হার সেভিয়ার

ড্র করেও সেমিতে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:৫০, ১৩ এপ্রিল ২০১৮

ড্র করেও সেমিতে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বেয়ার্ন মিউনিখ। তবে প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল জাপ হেইঙ্কেসের শিষ্যরা। সেই সঙ্গে গত সাত বছরের মধ্যে ছয়বারই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে জার্মান জায়ান্টরা। প্রথম লেগে সেভিয়ার মাঠে স্বাগতিকদের জালে দুইবার বল জড়িয়েছিল বেয়ার্ন মিউনিখ। বিনিময়ে একটা গোল হজমও করেছিল মুলার-রোবেনরা। দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারেনায়। বুধবার এই ম্যাচে বেয়ার্ন মিউনিখের সামনে সুযোগ ছিল বড় জয় পাওয়ার। আবার ঘুরে দাঁড়াতে পারতো সেভিয়াও। দুই গোল করলেই যে হয়ে যেত তাদের। কোয়ার্টার ফাইনালে যেভাবে ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু হয় তাতে অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ম্যাচের পারফর্মেন্সে তেমন কোন উত্তাপ ছিল না। স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব সেভিয়া অবশ্য চেষ্টার ত্রুটি রাখেনি। গোল করার জন্য সবধরনের চেষ্টাই করেছে তারা। কিন্তু বেয়ার্ন মিউনিখের রক্ষণভাগের কাছে দাঁড়াতেই পারেনি স্প্যানিশ ক্লাবটি। এ্যালিয়েঞ্জ এ্যারেনায় রক্ষণ সামলে প্রথমে আক্রমণ শানে বেয়ার্ন। তাদের আক্রমণ ঠেকিয়ে দ্রুতই আক্রমণে ওঠে সেভিয়া। ম্যাচও জমে ওঠে দ্রুত। বেশি আক্রমণ করেছে বেয়ার্ন কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি বেয়ার্ন মিউনিখের আক্রমণভাগ। তবে ৩৮ মিনিটে গোলের দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন ফ্রাঙ্ক রিবেরি। কিন্তু সেই গোল ঠেকিয়ে দেন ডেভিড সোরিয়া। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রাফিনহার ক্রস একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি রবার্ট লেভানডোস্কি। এর ১০ মিনিট পর আক্রমণ করে বসে সেভিয়া। কিন্তু অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয় তাদের। আক্রমণ পাল্টা আক্রমণেই শেষ হয়েছে ম্যাচটি। এর ফলে বেয়ার্ন পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করলেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ক্লাবটির। কেননা এবারের লা লিগায় তাদের যে খুবই বাজে সময় কাটছে। এই মুহূর্তে লীগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। যে কারণেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে না খেলাটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। ২০১৭-১৮ মৌসুমে ইউরোপের শীর্ষসারির প্রায় সবগুলো লীগই একপেশে হয়েছে। গত শনিবার পাঁচ ম্যাচ আগেই জার্মান বুন্দেসলিগার শিরোপা উৎসব করেছে বেয়ার্ন। ইংলিশ প্রিমিয়ার লীগেও একই হাল। শিরোপা থেকে এক ম্যাচ দূরে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ ক্লাব বার্সিলোনারও লা লিগা জয় প্রায় নিশ্চিত। সেই পথে এগোচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই আর জুভেন্টাসও। তবে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কিন্তু এবার উপহার দিয়েছে জমজমাট লড়াই। মঙ্গলবার টুর্নামেন্টের হট ফেভারিট বার্সিলোনাকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়ে রীতিমতো চমক উপহার দিয়েছে ইতালিয়ান সিরি’এ লীগের দল রোমা। প্রথম লেগে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগ জিতে দীর্ঘদিন পর ইউরোপের সেরা মঞ্চে পারফর্ম করার সুযোগ পায় তারা। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে সেদিন শেষ চারের টিকেট কেটেছে লিভারপুলও। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটতে থাকা অলরেডরা কোয়ার্টার ফাইনালে বিদায় করেছে প্রিমিয়ার লীগেরই সেরা দল ম্যানচেস্টার সিটিকে। বুধবার বাকি থাকা দুইদলও পেয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল। রোমা-লিভারপুলের সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ চার লীগ থেকে চারটি দল এবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ বার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়েছে রিয়াল। গত বছরে নতুন ইতিহাস গড়েছে তারা। চ্যাম্পিয়ন্স লীগের যুগে একমাত্র দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছেন বেল-রোনাল্ডোরা। রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের সামনে এবার টানা তৃতীয় শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করার হাতছানি। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের টিকেট কেটেছে বেয়ার্ন। গত সাত বছরের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল খেলার রেকর্ড গড়ল তারা। সেভিয়ার বিদায়ে ২০১০ সালের পর এবারই প্রথম একমাত্র স্প্যানিশ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারে খেলবে রিয়াল মাদ্রিদ।
×