ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার ঘাটতির কারণেই বার বার ওয়েবসাইট হ্যাকড হচ্ছে

প্রকাশিত: ০৬:২৮, ১৩ এপ্রিল ২০১৮

নিরাপত্তার ঘাটতির কারণেই বার বার ওয়েবসাইট হ্যাকড হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিরাপত্তার ঘাটতির কারণে বার বার হ্যাক করা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সরকারী সব ওয়েবসাইট। বিশেষ করে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ অধিকাংশ মন্ত্রণালয়েরই ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়। এতে নিরাপত্তার ঘাটতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বার বার। ব্যবস্থা না নিলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা করছেন তারা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকিং-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর ভাবিয়ে তোলে দেশের অনলাইন নিরাপত্তার বিষয়টি। গত ১০ এপ্রিল মঙ্গলবার রাতে বেশ কয়েকটি সরকারী ওয়েবসাইটে ব্রাউজ করলে, সাইটগুলো হ্যাক হয়েছে বলে দেখা যায়। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পরে শিরোনাম হিসাবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ নামের লেখা ঝুলিয়ে দেয়। এছাড়া কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বক্তব্যও সেঁটে দেয় তারা। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, স্বরাষ্ট্র মন্ত্রণালসহ অধিকাংশ জাতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। এভাবে প্রায়ই দেখা যায় কোন না কোন গুরুত্বপূর্ণ সাইট হ্যাকিং-এর শিকার হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতার কারণেই বার বার ঘটছে এমন ঘটনা। তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার নিরাপত্তার জায়গাটা আমাদের দেশে এখনও পর্যাপ্ত নয়। এ বিষয়টিকে যথাযথ গুরুত্বসহকারে দেখা হচ্ছে না। বিশেষ করে আমাদের সরকারী ওয়েবাসইটগুলোর অনেক বেশি যতেœর প্রয়োজন। এর জন্য প্রযুক্তিগত জ্ঞানের অভাব নয় বরং মনোযোগের অভাব রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় তথ্য চুরি হওয়ার শঙ্কা থেকেই যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ বলেন, জাতীয় নিরাপত্তা বিধানের জন্য যেসব তথ্য রয়েছে সেগুলো চুরি হয়ে যেতে পারে এমন ঘটনার মাধ্যমে। যারা সেখানে কাজ করেন তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
×