ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে বীমা খাত

প্রকাশিত: ০৬:২৫, ১৩ এপ্রিল ২০১৮

দরবৃদ্ধির শীর্ষে বীমা খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষে রাজত্ব করছে বীমা খাত। বৃহস্পতিবার টপটেন গেইনারের ৬০ শতাংশ বা ৬ কোম্পানি রয়েছে বীমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলোÑ পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্য গেইনারের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর ১১.১০ টাকা বা ৯.৩৯ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। জানা যায়, এদিন কোম্পানির ৬ লাখ ৪৭ হাজার ৫৬৮টি শেয়ার ১ হাজার ১৬৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৮ কোটি ১ লাখ ৮১ হাজার টাকা। বুধবার কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ১১৮.২০ যা বৃহস্পতিবার ক্লোজিং হয় ১২৯.৩০ টাকায়। গেইনারে তালিকায় থাকা অন্যান্য বীমা কোম্পানির মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ, গ্রীনডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ দর বেড়েছে। বীমা খাত ছাড়াও গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির সোনালি আঁশের দর বেড়েছে ৯.৩৯ শতাংশ। কোম্পানিটি দর বাড়ার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া নর্দার্ন জুটের ৬.৩০ শতাংশ, মুন্নু জুট স্ট্যাফলার্সের ৬.২৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×