ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কার্ডধারীদের বিক্ষোভে গুলি ॥ চেয়ারম্যানসহ আহত ৫০

প্রকাশিত: ০৬:১৯, ১৩ এপ্রিল ২০১৮

কার্ডধারীদের বিক্ষোভে গুলি ॥ চেয়ারম্যানসহ আহত ৫০

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ১০টাকা কেজি চাল না পাওয়ায় কার্ডধারীদের বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছে ২ ব্যক্তি, কোদালকাটি ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছে অর্ধশতাধিক। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ডিলার তোতা প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, সরকারের বরাদ্দকৃত (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজি চাল না পাওয়ায় ১১ এপ্রিল কার্ডধারীরা স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনের কাছে অভিযোগ করে। তিনি ডিলার তোতা প্রামাণিকের কাছে চাল না দেয়ার বিষয়টি জানতে চাইলে। তোতা প্রামাণিক এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য কামাল হোসেনকে বেধরক মারপিট করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কার্ডধারী ভুক্তভুগীরা ও এলাকাবাসী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান নিলে ডিলার তোতা প্রামাণিক ও তার ভাড়াটিয়া লোকজন বিক্ষোভ মিছিলে অতর্কিত শর্টগানের গুলি ও হামলা চালায়।
×