ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চারদিনের সফরে রংপুর যাচ্ছেন এরশাদ

প্রকাশিত: ০৬:১৭, ১৩ এপ্রিল ২০১৮

চারদিনের সফরে রংপুর যাচ্ছেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ চারদিনের সফরে রংপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায় দলীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এরশাদের প্রেস সচিব শুনীল শুভ রায় জানান, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বেলা পৌনে দশটায় ইউএস-বাংলা এয়ারযোগে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এরশাদ। বেলা বারোটায় সাবেক রাষ্ট্রপতি রংপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন এবং দুপুর সাড়ে বারোটায় গুপ্তপাড়ায় রংপুর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল পাঁচটায় রংপুর পল্লীনিবাসে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। ১৫ এপ্রিল বেলা এগারোটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশনে যোগ দেবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীতে হিযবুত তাহরীর পাঁচ সক্রিয় সদস্য আটক স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর ও ধানম-ি থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, হিযবুত তাহরীরের ওই পাঁচ সদস্যের কাছ থেকে উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।
×