ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে মিয়ানমার

প্রকাশিত: ০৬:০৫, ১৩ এপ্রিল ২০১৮

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে মিয়ানমার

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে বলে জানিয়েছে মিয়ানমার। এছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফেরার পরে মিয়ানমারের আইন অনুযায়ী আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক শেষে মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে রাখাইন সীমান্তের জিরো লাইন থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশে সফররত মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই বৃহস্পতিবার রাতে অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়ানমারের মন্ত্রী উইন মিয়াত আই বলেন, এখানে আসা নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয়া হবে। আমরা সে অনুযায়ী কাজ করছি। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে রোহিঙ্গারা নাগরিকত্ব পাবে কি-না এমন প্রশ্নের উত্তরে মিয়ানমারের মন্ত্রী বলেন, এখান থেকে ফিরে গিয়ে মিয়ানমারের আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই-বাছাইয়ের পরে তারা নাগরিকত্ব পাবেন বলে তিনি জানান। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক কবে হবে জানতে চাইলে মিয়ানমারের মন্ত্রী বলেন, খুব শীঘ্রই এই সমঝোতা স্মারক হবে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, খুবই আন্তরিক বৈঠক হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করায় আমি তাকে (মিয়ানমারের মন্ত্রী) ধন্যবাদ জানিয়েছি। আলোচনা করেছি প্রত্যাবাসনের বিষয়ে। দুই দেশের ভালর জন্যই এটি জরুরী। প্রতিশ্রুতি দিয়েছেন তারা বিভিন্ন দেশের সহযোগিতায় ইউএনএইচসিআর, ইউএনডিপিকে নিয়ে রোহিঙ্গাদের ফেরত নেবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যত দ্রুত হয় রোহিঙ্গা ফেরত নিন। এ নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। সবার আগে জিরো লাইন থেকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
×