ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ এপ্রিল ২০১৮

রাজধানীতে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে ঢাকায় উন্মুক্ত স্থানে করা সব অনুষ্ঠান শেষ করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। নববর্ষের দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। চারুকলা থেকে সকাল নয়টা বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পরিধান করা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আরও জানান, পহেলা বৈশাখে নববর্ষ বরণে রাজধানীর সব উন্মুক্ত স্থানে করা আয়োজনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত, বম্ব ডিসপোজাল টিমসহ সকল বিশেষায়িত দলগুলো প্রস্তুত রাখা হচ্ছে। বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি পাওয়ায় চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা। পুরো মঙ্গল শোভাযাত্রার ঘিরে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী, থাকবে পুলিশী পাহারা। পথিমধ্যে কেউ মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পারবে না। শোভাযাত্রা তার চিরাচরিত পথেই যাবে। শোভাযাত্রা যাওয়ার রাস্তাগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করবেন। শোভাযাত্রায় যারা বাদ্যযন্ত্র বাজাবেন, তাদের তালিকাও চাওয়া হয়েছে চারুকলার কাছে। মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য যেন ব্যাহত না হয়, এজন্য বাণিজ্যিক কোন ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ না নেয়ার কথা বলা হয়েছে। হারিয়ে যাওয়া মালামাল বা মানুষ পেতে ডিএমপির ‘লস্ট এ্যান্ড ফাউন্ড’ সেন্টার চালু থাকবে। রমনা বটমূলে সবাইকে তল্লাশি শেষে প্রবেশ করতে দেয়া হবে। শাহবাগ এলাকায় ঋষিজ শিল্পীগোষ্ঠী ও ধানম-ির রবীন্দ্র সরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানেও একই ধরনের নিরাপত্তা থাকছে। পহেলা বৈশাখে পলাশী, চাঁনখারপুল ও নীলক্ষেত এলাকা ব্যারিকেড ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। নিরাপত্তা জোনের আওতায় থাকবে হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর এলাকা। রবীন্দ্র সরোবর, রমনা ও হাতিরঝিলে জলযান নামানো হবে। ডিএমপির নৌ-টহলের পাশাপাশি উদ্ধারকারী ডুবুরি দলও প্রস্তুত থাকবে। ফায়ার টেন্ডার নিয়ে প্রস্তুত থাকবে একটি দল, থাকবে মেডিক্যাল টিমও। অগ্নি নির্বাপণ ব্যবস্থা জরুরী মেডিক্যাল সেবায় কন্ট্রোল রুম প্রস্তুত থাকছে। ইভ টিজিং প্রতিরোধে ডিএমপি একটি বিশেষ দল গঠন করেছে। তারা ‘ইউনিফর্ম ও সিভিল ড্রেসে’ থাকবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। বিশেষায়িত দল নজর রাখবে হকার ও পকেটমারদের বিষয়ে। পুলিশ সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার রাত নয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা ও শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার কারণে এমন বিধি-নিষেধ জারি করা হলেও পহেলা বৈশাখকে ঘিরে নাশকতার কোন আশঙ্কা নেই। পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের হেলিকপ্টার আকাশে টহল দিবে। বৈধ, অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ম্যাচ, বিকট শব্দের ভুভুজেলা বাঁশিও নিষিদ্ধ করা হয়েছে। শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী ও রমনা এলাকায় বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আটটি স্থানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। র‌্যাব বলছে, তাদের হেলিকপ্টার থেকে শক্তিশালী বাইনুক্যুলার দিয়ে নিচের এলাকা পর্যবেক্ষণ করা হবে। যেকোন ধরনের সন্দেহভাজন কিছুর অস্তিত্ব জানামাত্র তা নিচে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। সেখানে পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালাবে।
×