ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরব ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ এপ্রিল ২০১৮

সৌদি আরব ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরব ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ এপ্রিল তিনি সৌদি আরবে যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সৌদি আরব থেকে তিনি লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের চিত্র তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সৌদি আরব ও যুক্তরাজ্য সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সৌদি আরবের জুবাইলে আগামী ১৬ এপ্রিল ‘গাল্ফ শিল্ড-ওয়ান’ শীর্ষক যৌথ সামরিক মহড়ার সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠান হবে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেয়ার লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বন্ধুপ্রতিম ২৩টি দেশের অংশগ্রহণে ‘গাল্ফ শিল্ড-ওয়ান’ শীর্ষক এক মাসব্যাপী যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল মহড়ায় অংশ নিয়েছেন। সৌদি আরবের দাম্মামে আয়োজিত ২৩টি দেশ যোগ দিয়েছে। এই সামরিক মহড়ায় বাংলাদেশ ছাড়াও থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, মিসর, জর্ডান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, চাঁদ, জিবুতি, নাইজার, কমোরোস, আফগানিস্তান, ওমান, গায়না, তুরস্ক এবং বুরকিনা ফাসো। সৌদি আরবে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈন্য যদি পাঠাতে হয় মক্কার কাবা শরীফ ও মদিনায় মসজিদে নববী রক্ষার জন্যই শুধু সৈন্য পাঠাবে বাংলাদেশ। এ মহড়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার কোন সম্পর্ক নেই বলেও তিনি জানান। অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের সামরিক জোটে অংশগ্রহণের বিষয়ে আমাদের নানা অপশন রয়েছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এসব অপশন নিতে পারি। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, লন্ডনে আগামী ১৭-২১ এপ্রিল ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে ১৮ এপ্রিল কমনওয়েলথ পররাষ্ট্র মন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনে সংশ্লিষ্ট অন্যান্য সাইড লাইন সভা ১৫ এপ্রিল থেকে শুরু হবে। এ সম্মেলন উপলক্ষে বৃটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ এপ্রিল সৌদি আরব থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
×