ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ক্যাম্পাস ও ভিসির বাসায় হামলার ঘটনায় ৪ মামলা

প্রকাশিত: ০৮:৫৪, ১২ এপ্রিল ২০১৮

ঢাবি ক্যাম্পাস ও ভিসির বাসায় হামলার ঘটনায় ৪ মামলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ও ক্যাম্পাসে হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় চারটি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে। উপ-কমিশনার বলেন, এসব মামলার এজাহারে আসামি কারও নাম উল্লেখ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসানের করা মামলায় উপাচার্যের বাসায় অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন এবং মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ক্ষতির পরিমাণ বলা হয়েছে দেড় থেকে দুই কোটি টাকা। কামরুল বলেন, উপাচার্যের দেয়া বক্তব্য অনুযায়ী অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার বাসায় এই হামলা ও লুটপাট চালায়। উপাচার্যকে হত্যার উদ্দেশে তারা হামলা চালায় বলে মামলায় বলা হয়েছে। এসবির পরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে ৯ এপ্রিল ভোর রাতে দোয়েল চত্বরের কাছে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। বাকি দুটি মামলা করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক ভজন বিশ্বাস ও উপ-পরিদর্শক রবিউল ইসলাম। দুই মামলাতেই ক্যাম্পাসের আলাদা দুটি স্থানে রাস্তা অবরোধ, সরকারী কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার রাতেই মামলাগুলো হয়েছে বলে মারুফ হোসেন সরদার দাবি করলেও সেই তথ্য প্রকাশ করা হয়েছে বুধবার রাতে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য আসার পর।
×