ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্য রেজা করিম

‘অক্টোবর’ নিয়ে বনিতা সানধু

প্রকাশিত: ০৭:০৮, ১২ এপ্রিল ২০১৮

‘অক্টোবর’ নিয়ে বনিতা সানধু

এ সপ্তাহে বলিউডে আরও একজন নতুন নায়িকার অভিষেক হচ্ছে। তার নাম বনিতা সানধু। হিন্দী সিনেমায় নায়িকারূপে অভিষেক হওয়া বনিতার জন্ম ইংল্যান্ডে। ওখানেই বেড়ে উঠেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর তার দাদা ভারত থেকে ইংল্যান্ড পাড়ি জমান। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বণিতার বাবা-মা দু’জনেরই জন্ম ইংল্যান্ডে। তাদের আত্মীয়স্বজনদের কেউ এখন ভারতে থাকেন না। ১০ বছর বয়স থেকে অভিনয় এবং সাংস্কৃতিক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। সাউথ ওয়েলসের নিভৃত পল্লীর মেয়েটি এক সময় ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনার জন্য লন্ডন আসেন, এখানে মঞ্চ অভিনয়ে নিজেকে জড়ান। লন্ডনের কিংস কলেজে পড়াকালীন সময়ে বেশ কয়েকটি এ্যাডে মডেল হয়ে রীতিমতো ক্রেজ সৃষ্টি করেছিলেন। একটি চুয়িংগামের এ্যাডে তার ‘ইনোসেন্ট এ্যান্ড সুইট’ উপস্থিতি ঘরে ঘরে কৌতূহলী করে তুলেছিল। ভোডাফোনের বিজ্ঞাপনেও মডেল হয়ে চমক সৃষ্টি করেন বনিতা। ওই এ্যাডগুলোর নির্মাতা ছিলেন সুজিত সরকার। তখনই বনিতার কাজে দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই ভাল লাগা থেকে তাকে ‘অক্টোবর’ ছবিতে ব্রেক দিয়েছেন গুণী চিত্রনির্মাতা সুজিত সরকার। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত বনিতা ‘অক্টোবর’ ছবিতে অভিনয়ের ডাক পেয়ে ভারতে ছুটে আসেন। শিক্ষক রেখে হিন্দী বলা শিখেছেন। ভারতীয় জীবনযাপন কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করে অভিনীত চরিত্রটি রূপায়ণে সচেষ্ট হয়েছেন। একটানা ৩৭ দিনে ‘অক্টোবর’ ছবির শূটিং শেষ করেছেন। ইংল্যান্ডের সাউথ ওয়েলস থেকে আসা মিষ্টি মেয়েটি বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ‘অক্টোবর’ ছবিতে। এ ছবির টেলারে বনিতার উপস্থিতি ইনোসেন্ট লুক, ফ্রেশনেস সবাই আকৃষ্ট করেছে ইতোমধ্যেই। ছবিটির সাফল্য- ব্যর্থতার ওপর বলিউডে তার ভবিষ্যত নির্ভর করছে গুণী চিত্রনির্মাতা সুজিত সরকারের নতুন সিনেমা ‘অক্টোবর’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। রোমান্টিক ধাঁচের এ ছবিতে তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকা অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে ২০ বছর বয়সী বনিতাকে। এখানে তার অভিনীত চরিত্রের নাম শিউলি। সমকালীন প্রেক্ষাপটে ‘অক্টোবর’ ছবির গল্প আবর্তিত হয়েছে। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যয়নরত এক জোড়া তরুণ-তরুণী একসঙ্গে ইন্টার্নিশিপ সম্পন্ন করতে গিয়ে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। তাদের কাছে আসার গল্প চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। ‘অক্টোবর’কে লাভ স্টোরি বলতে নারাজ পরিচালক সুজিত সরকার। ‘ভিকি ডোনার’, ‘পিকু’খ্যাত এই চিত্রনির্মাতা তার সাম্প্রতিক ছবি ‘অক্টোবর’কে ভালবাসার গল্প না বলে ভালবাসা নিয়ে আবর্তিত হৃদয়স্পর্শী কাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। তার নতুন এ ছবিতে একজন নতুন নায়িকা উপহার দিচ্ছেন সুজিত সরকার। নতুন নায়িকা বনিতা সানধুর ব্যাপারে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমি ‘অক্টোবর’ ছবির নায়িকা শিউলির মতো একজনকে খুঁজছিলাম, বনিতার মধ্যে শিউলিকে খুঁজে পেয়েছিলাম। সে যথাসাধ্য চেষ্টা করেছে নিজেকে শিউলিরূপে ক্যামেরার সামনে তুলে ধরতে। আমার চাহিদা ছিল, এমন একটি মেয়ে যার মধ্যে কিছুটা দক্ষিণ ভারতীয় ভাব থাকবে। বনিতার চোখ দুটি দারুণ এক্সপ্রেসিভ, তার দু’চোখের ভাষা অভিনীত চরিত্রটিকে পর্দায় এস্টাবলিস্ট করতে সহায়তা করেছে। আমার দৃঢ় বিশ্বাস, প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করবে মেয়েটি। তার হৃদয়ছোঁয়া অভিনয় সবার প্রশংসা অর্জন করবে। নায়ক বরুণ ধাওয়ান এ পর্যন্ত বলিউডের অনেক জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। এবারই প্রথম একজন আনকোরা নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। নতুন নায়িকা বনিতা সানধুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বরুণ বলেন, ‘মেয়েটি যথেষ্ট পরিশ্রমী, কাজের প্রতি তার নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে, তার ইনোসেন্ট লুক এবং ফ্রেশ ইমেজ দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করবেই।
×