ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈশবে কৈশোর

বর্ষবরণে টিভি নাটক

প্রকাশিত: ০৭:০৭, ১২ এপ্রিল ২০১৮

বর্ষবরণে টিভি নাটক

যখন অনেক দিন প্রিয় মানুষের সঙ্গে কথা হয় না। দু’জনের ভাবনাটাও শেষের পথে। দু’জনের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। একে অন্যকে পাওয়ার সম্ভাবনা থাকে খুবই ক্ষীণ। তবুও, অন্য কারও প্রতি কখনও অনুভূতি উজাড় না করা। অনেক প্রপোজাল পাওয়া সত্ত্বেও তা গ্রহণ না করা। মনের মধ্যে এমন একটা অনুভূতি পোষণ করা যে সে ফিরে আসবে, সে আছে। আর আমি হয় তো শুধু তারই। আমার অনুভূতি তাকে ঘিরেই। এমন ভাব ভাবনার গল্প নিয়ে আহসান হাবিব সকালের রচনায় ও আজাদ আল মামুনের পরিচালনায় সম্প্রতি নির্মাণ হয়েছে নাটক ‘শৈশবে কৈশোর’। এটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইমন। এছাড়া আরও দেখা যাবে এস এন জনি, মীর শহীদ, রাফসান জানি, আলিসা, সোহাগ প্রমুখকে। নির্মাতা সূত্রে জানা গেছে ‘শৈশবে কৈশোর’ পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে। এক বিন্দু ভালবাসা জিদটা জিতে গেলেই ভালবাসা হেরে যায়। সত্যিকার ভালবাসা সব কিছুর উর্ধে, ভালবাসায় প্রতিশোধ নামক শব্দটি থাকতে নেই। ভালবাসা কোন সময় কোন শর্তের প্রাচীরে বেঁধে রাখা যায় না। হয়তো সাময়িক বাধা দেওয়া যায় তাই বলে সত্যিকার ভালবাসা কে চৌকোণ প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখা যায় না। সম্প্রতি এমনি একটি গল্পে নির্মিত হয়েছে। পহেলা বৈশাখের একক নাটক এক বিন্দু ভালবাসা। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, শবনম ফারিয়া ও এস এন জনি। ১৩ই এপ্রিল শুক্রবার রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানা গেছে। এই বৈশাখে তুমি আমি আসন্ন পহেলা বৈশাখে প্রচারের জন্য নির্মিত একটি একক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন আবদুন নূর সজল ও জান্নাতুল নাঈম এভ্রিল। নাটকের শিরোনাম ‘এই বৈশাখে তুমি আমি’। এটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। সজল-এভ্রিল ছাড়াও আরও অভিনয় করছেন মনিরা মিঠু, মৌ শিখা, অপু, হৃদি প্রমুখ। নাটকটি পহেলা বৈশাখে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। জ্যাম পুত্র ট্রাফিক জ্যাম নিয়ে ঢাকাবাসীর অভিযোগের অন্ত নেই। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে কারই বা ভাল লাগে! ঢাকার রাস্তার এই নিশ্চল পরিস্থিতি ক্ষুণœ করছে দেশের ভাবমূর্তিও। তেমনি ভাবে তানিনকে সাফার কাছে ক্ষুণœ হতে হচ্ছে প্রতিদিন। পুরান ঢাকার ছেলে তানিন প্রেম করে উওরার বাসিন্দা সাফার সঙ্গে। প্রতিদিন পুরান ঢাকা থেকে সাফার সঙ্গে দেখা করতে যায় তানিন। তবে জ্যামের কারণে নিদির্ষ্ট সময় মতো পৌঁছাতে পারে না। তার কারণে প্রতিদিনই বকা খেতে হয়। একটা সময় এই জ্যামের জন্য সম্পর্ক ফাটলের উপক্রম হয়। জ্যাম যে একটা প্রেমিক কে কতভাবে প্যারা দিতে পারে সেটাই দেখা যাবে ‘জ্যাম পুত্র’ শিরোনামের খ- নাটকে। দয়াল সাহার রচনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, আফরান নিশো, আনন্দ খালেদ প্রমুখ। নাটকটি ১৩ এপ্রিল রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান। বোকা বোকা প্রেম বিশেষ দিবস উপলক্ষে ছোট পর্দার যেন কোন জুড়ি নেই। বিভিন্ন নাটক, টেলিফিল্ম নির্মাণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন সকল নির্মাতা ও তারকারা। আর তার ধারাবাহিকতায় পহেলা বৈশাখের জন্য নানা গল্পের নাটকের শূটিং হয়েছে। আর এমনই একটি নাটক হলো ‘বোকা বোকা প্রেম’। সম্প্রতি রাজধানীর উত্তরায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া নদী ও ইরফান সাজ্জাদকে নিয়ে নির্মিত হয়েছে ‘বোকা বোকা প্রেম’। নাটকে ইরফান-নাদিয়া এর আগেও অনেকবার জুটি বেঁধে কাজ করেছেন। নাদিয়ার প্রেমে বোকা হয়ে এবারও জুটি বেঁধেছেন ইরফান। ভালবাসার এক অন্য রকম গল্প তুলে ধরা হয়েছে এই নাটকের গল্পে। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করছেন মাহমুদ হাসান রানা। এছাড়া আরও অভিনয় করেছেন আশরাফুল আশীষ, মারিয়া, হিন্দোল, মাহফুজ, স্নিগ্ধা প্রমুখ। পহেলা বৈশাখ উপলক্ষে একটি বেসরকারী চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানা গেছে। এই বৈশাখে পহেলা বৈশাখে এনটিভিতে প্রচারের জন্য তরুণ নাট্যনির্মাতা তুহিন হোসেন এবারই প্রথম তানজিন তিশাকে নিয়ে একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘এই বৈশাখে’। সম্প্রতি রাজধানীর উত্তরার নাটকটির শূটিং হয়। নাটকটির গল্প রচনা করেছেন সারোয়ার রেজা জিমি। নাটকটির গল্পে দেখা যাবে, ‘ঢাকা শহরের দুই প্রান্তে চাকরিজীবী দু’জন মানুষ পলাশ ও নীলিমা। ফেইসবুকে দু’জনের আইডি হচ্ছে পলাশ ফুলের পলাশ এবং অপরিচিতা। এক সময় ফেসবুকে দু’জনের বন্ধুত্ব হয়। একে অন্যের ওপর নির্ভরও হয়ে পড়েন। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে তারা দেখা করবেন। আর সেই দিনটিই হচ্ছে পহেলা বৈশাখ। সেদিন পলাশের জন্য নীলিমা অপেক্ষা করে। কিন্তু আদৌ কী পলাশ নীলিমার সঙ্গে দেখা করতে আসে? এমনই গল্প নিয়ে এগিয়ে যাবে ‘এই বৈশাখে’ নাটকটি। এমনি গল্পে দেখা যাবে তানজিন তিশা ও আফরান নিশোকে। ‘এই বৈশাখে’ নাটকটি পহেলা বৈশাখে রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। ব্রোকেন জোন সাধারণ ছেলে সজল লাভগুরু হয়ে ওঠে প্রেমে ব্যর্থ হওয়ার পর। প্রেমে ব্যর্থ হলেই যে হতাশ হতে হবে। জীবন অর্থহীন হয়ে যাবে তা নয়। লাভগুরু নিজেই তার ভগ্ন সময়ে তিন তিনজন নারীর প্রেমের প্রস্তাব পান। জীবনকে সুন্দরভাবে দেখলে কোন কিছুই জীবনকে অর্থহীন করতে পারে না। এমনি এক মজার গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘ ব্রোকেন জোন’। এটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। তার সঙ্গে রয়েছেন পিয়া বিপাশা। এটি নির্মাণ করেছেন নাসিম সাহনিক। আসছে বৈশাখে এটি বাংলা টিভিতে প্রচার হবে বলে জানা গেছে। পরিচয় ছোট পর্দার তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বাঁধছেন ‘বড় ছেলে’ খ্যাত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ‘পরিচয়’। এটি রচনা ও পরিচালনায় রয়েছেন তরুণ নাট্য নির্মাতা ইমরাউল রাফায়েত। নাটকটির গল্পে দেখা যাবে, ‘বাস ভ্রমণে দুটি ছেলেমেয়ের পরিচয় হয়। সেই সূত্রে গল্প বাঁক নেয় নানা দিকে। সেই কাহিনীই তুলে ধরা হয়েছে ‘পরিচয় নাটকে।’ পহেলা বৈশাখের দিন বেসরকারী টিভি চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে। সোনালি ইলিশের গল্প বাংলা নববর্ষ উপলক্ষে নির্মিত একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন তাহসান ও জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘ সোনালি ইলিশের গল্প’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। গেল সপ্তাহে নাটকটির শূটিং শেষ হয়েছে। নাটকটি আরটিভির বৈশাখী আয়োজনে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। তোমার পাড়ায় আসব ফিরে সম্প্রতি শূটিং সম্পন্ন হয়েছে ‘তোমার পাড়ায় আসব ফিরে’ দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মমও আফরান নিশো। নাটকটিতে দেখা যাবে, হাসান একটি স্বনামধন্য ব্যাংকের ডেবিট কার্ড সেলস এক্সিকিউটিভ। বিবিএ থার্ড ইয়ারের ছাত্রী সিমি। নতুন ব্যাংক এ্যাকাউন্ট খুলতে গিয়ে সিমির সঙ্গে দেখা করতে গেলেও মোবাইল বন্ধ থাকায় সেদিন বাসায় ফিরে আসে হাসান। সিমি রাতে ফোন দিলেও রাগ করে তার ফোন ধরে না হাসান। পরদিন অফিসে গিয়ে সেলস টার্গেট পুরন না হওয়ায় বসের ঝাড়ি খেয়ে অনেকটা চাপের মুখেই সিমিকে ফোন দেয় হাসান। এরপর ফর্ম পূরণ, ছবি তোলা, নমিনির ছবি নেওয়া সব কিছু ম্যানেজ করতেই বাসা থেকে ফোন আসে মা অসুস্থ। হন্তদন্ত হয়ে ছুটে যেতেই দেখা যায় সিমির জন্য পাত্র পক্ষের লোকজন বসে আছে। মা অনেক রিকোয়েস্ট করে সিমিকে পাত্র পক্ষের সামনে বসালেও মনে মনে সিদ্ধান্ত নেয় সে বাসা থেকে ভেগে যাবে। কোথায় যাবে, কার কাছে থাকবে, পরিচিত কেউ হলেতো মাকে বলে দিবে? বিভিন্ন চিন্তা করেই নিরীহ সেলস এক্সিকিউটিভকে ফোন দেয় সিমি। প্রথমে রাজি না হলেও সিমির স্বপ্নের কথা শুনে রাজি হয় হাসান। শুরু হয় সিমির জন্য সিঙ্গেল রুম খোঁজা, এগোতে থাকে বিয়ের তোড়জোড়। তারপর কী হয়? জানতে হলে দেখতে হবে নাটকটি ১৪ এপ্রিল রাত ৯ টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে।
×