ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৫ কাঁচা ঘর

প্রকাশিত: ০৭:০৫, ১২ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৫ কাঁচা ঘর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ঘাসিয়াপাড়া এলাকায় সংঘটিত এক অগ্নিকা-ে ১৫টি কাঁচাঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৬টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এতে পুড়েছে স্থানীয় আবু তৈয়বের ৮টি এবং শামসুল আলমের ৭টি কাঁচাঘর। প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। আলফাডাঙ্গায় তিন ঘর নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, আলফাডাঙ্গায় অগ্নিকা-ে এক কৃষকের তিন ঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে দুটি গরু। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা মহল্লার কৃষক আবুল মোল্লার বাড়িতে আগ্নিকা-ের এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ওই কৃষক গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমতে যান। রাত আড়াইটার ঘুম ভেঙ্গে উঠে তিনি দেখতে পান গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে এলাকাবাসী এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কৃষকের একটি বসতঘর, রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। কেরানীগঞ্জে ৩০ গরু নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, বাস্তা ইউনিয়নের ধীৎপুর এলাকায় আগুনে পুড়ে একটি ডেইরি ফার্মের ৩০ গরু মারা গেছে। ফার্মের একটি কক্ষে মজুদ করে রাখা ৩০ মণ পেঁয়াজও পুড়ে গেছে। বুধবার ভোর ৫টার দিকে রাবেয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। তবে ফার্মের মালিক রাবেয়া বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী ইটবালু ব্যবসায়ী শাহীন এ ঘটনা ঘটিয়েছে। রাবেয়া বেগম জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে তিনি গরুর ফার্মটি গড়ে তুলেছেন। তার স্বামী আঃ সামাদ বাহরাইন প্রবাসী। বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার বিষয়টি তারা টের পান। কিন্তু ফার্মের দরজায় বাইরে থেকে তালা থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। আগুনে তার ৩০ গরু পুড়ে মারা গেছে।
×