ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধন করলেন জয়

প্রকাশিত: ০৭:০৪, ১২ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধন করলেন জয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলার অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উদ্বোধন করেন। বেজগাঁও ইউনিয়ন পরিষদের মিলনায়তন হতে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার আগারগাঁয়ের আইসিটি বিভাগে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া প্রমুখ। এ সময় জেলা প্রশাসক সজীব ওয়াজেদ জয়কে জানান, আইসিটির উন্নয়নে জেলাবাসী ব্যাপক সুফল ভোগ করছে। ইন্টারনেটের গতি বাড়ার ফলে ডিজিটালাইজেশনে এসেছে প্রভূত উন্নতি। তিনি জানান, গত মাসে এই বেজগাঁও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হতে ৫০ হাজার টাকা আয় হয়েছে। আর সারা জেলায় ১৯ হাজার ৩ শ’ ৭৩টি সেবা কেন্দ্রের মাধ্যমে ১৫ লাখ ৯ হাজার ১শ’ ৩ টাকা আয় হয়েছে। এ নিয়ে জেলার ১৯টি ইউনিয়ন আইসিটির আওতায় এসেছে।
×